১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মারুফার হ্যাটট্রিকেও হার

-

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পেসার মারুফা আক্তার। বিকেএসপির হয়ে খেলা এই তারকা পেসার হ্যাটট্রিক করেন লিগে শীর্ষে থাকা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। মারুফার হ্যাটট্রিকের পরও মোহামেডান চ্যালেঞ্জ ছুড়ে। সোবহানা মোস্তারির ফিফটি ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাটে ভর করে সাদাকালো ক্লাবটি ৯ উইকেটে ২২৮ রান করে। তাড়া করতে নেমে মাত্র ১৫৬ রানে অলআউট হয় বিকেএসপি। ফলে মোহামেডানের জয় ৭২ রানের।
সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার ফাহমিদা ছোঁয়া। ৩০ রান আসে সুমায়া আক্তারের ব্যাট থেকে। শেষে ২৩ রানে অপরাজিত থাকেন নিশিথা আক্তার। আর কোনো ব্যাটার বিশের বেশি রান করতে পারেননি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।
এর আগে মোহামেডানের ইনিংসে ৯ ওভারে মাত্র ১ উইকেট পাওয়া মারুফা ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকের দেখা পান। ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন স্বপ্না। ক্রিজে আসেন নতুন ব্যাটার সাবেকুন নাহার। তাকে দিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন মারুফা। নিজের দ্বিতীয় বলে নাহার উইকেটের পেছনে ক্যাচ দেন উন্নতি আক্তারের হাতে। চতুর্থ বলে ক্রিজে এসেই এলবিডব্লিউ হন ইয়াসমিন বৈশাখি। এরপর ফারিহা তৃষ্ণা বোল্ড হন। টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান মারুফা। সবমিলিয়ে মারুফা ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।
আবাহনী ও রূপালী ব্যাংকের জয়
শারমিন সুলতানা ও রুবায়া হায়দার ঝিলিকের ফিফটিতে বড় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। আবাহনী ৫ উইকেটে ২৭৭ রান করে। তাড়া করতে নেমে ১৯৯ রানে থামে কলাবাগান। আরেক ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে রাবেয়ার তোপে ১১৫ রানে অলআউট হয় গুলশান ইয়ুথ ক্লাব। তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপালী ব্যাংক।


আরো সংবাদ



premium cement