১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবাহনী-মোহামেডানের রানার্সআপের লড়াই

-

দুই গোলে পিছিয়ে থেকে আবাহনী লিমিটেড দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে ফিরে এলো। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী পারল না আগের মতো গোলের ধারাবাহিকতা দেখাতে। তাতে প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আন্দ্রেস ক্রুসিয়ানির দল কার্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। অন্য ম্যাচে সুলেমানে দিয়াবাতের জোড়ায় মোহামেডান স্পোর্টিং ৩-১ গোলে জিতেছে শেখ জামালের বিপক্ষে। এতে এখন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে চলছে রানার্সআপ হওয়ার লড়াই। দুই দলেরই পয়েন্ট ১৭ খেলায় ৩২। তবে গোল পার্থক্যে এগিয়ে সাদাকালোরা। লিগে শেষ ম্যাচে দুই ঐতিহ্যবাহী দল মুখোমুখি হবে। সেই ম্যাচ যে দল জিতবে তারাই হবে রানার্সআপ। ড্র হলে এবিজি বসুন্ধরা বিপিএলে দ্বিতীয় হবে আফফাজ বাহিনী।
গতকাল মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ৭৯ মিনিট পর্যন্ত চট্টগ্রাম আবাহনী দুই গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল। ম্যাচের ২০ মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায়। হাসান রিমনের থ্রু পাস থেকে মান্নাফ রাব্বী পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আবাহনী কিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। ৬৭ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্যবধান দ্বিগুণ করে। রায়হানের অ্যাসিস্টে রিয়াজ উদ্দিন গোল করেন। এতে ঢাকার আকাশি নীল-শিবিরের হার নিশ্চিত মনে হলেও পরে সেন্ট ভিনসেন্টের স্টুয়ার্ট কার্নেলিয়াসের হ্যাটট্রিকে দারুন এক জয়ে টিকে আছে দ্বিতীয় হওয়ার রেসে।
শেষ ১০ মিনিটে আবাহনীর ঝলক দেখাতে শুরু করে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে কার্নেলিয়াস স্টুয়ার্ট ব্যবধান কমান। ৯০ মিনিটে আবাহনী লিমিটেড সমতা ফেরায়। মিলাদের ডিফেন্স চেড়া পাসে কার্নেলিয়াস বক্সে ঢুকে স্কোর ২-২ করেন।
যোগ করা সময়ে স্টুয়ার্টের দারুণ গোলে ক্রুসিয়ানির দল ৩ পয়েন্ট নিশ্চিত করে। জামাল ভূঁইয়ার অ্যাসিস্টে কার্নেলিয়াস ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন। এতে ১৯ গোল করে শীর্ষেই আছেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডিয়ান্সের স্ট্রাইকার।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানের নায়ক সোলেমান দিয়াবাতে। ৩৬ মিনিটে আরিফ হোসেনের অ্যাসিস্টে দিয়াবাতে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরের গোলে তিনি অ্যাসিস্ট করেন। ইমানুয়েল সানডে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামালকে পিছিয়ে দেন।
৯০ মিনিটে দিয়াবাতে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জড়ান জালে। তিনি ১৭ গোল করে কর্নেলিয়াসের পরই অবস্থান করছেন। যোগ করা সময়ে শেখ জামালেল খোলমাতভ পেনাল্টি থেকে ব্যবধান কমান।


আরো সংবাদ



premium cement
‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ

সকল