অধিনায়ক জিমি ১২ ম্যাচ নিষিদ্ধ
আবাহনী-মেরিনার্স যুগ্ম চ্যাম্পিয়ন- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ মে ২০২৪, ০০:০৫
প্রিমিয়ার হকি লিগে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী লিমিটেড ও মেরিনার্সকে। দুই দলই ৩৭ পয়েন্ট করে পেয়েছেন। প্লে-অফে খেলতে অপারগতা প্রকাশ করায় গতকাল শনিবার ফেডারেশনের গভর্নিং বডির (জিবি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘লিগ কমিটির সভায় উপস্থিত সবগুলো ক্লাব মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা জিবি মিটিংয়ে তার অনুমোদন দিয়েছি শুধু।’
সভায় ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী আবাহনী ও মোহামেডানের ম্যাচে গণ্ডগোল হওয়ায় বেশ কিছু শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। রাসেল যে ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখেছেন সে ম্যাচে আম্পায়ারকে গালাগাল করেছেন বলে আম্পায়ার রিপোর্টে অভিযোগ করেছেন।
বিভিন্ন মেয়াদে এমন শৃঙ্খলাজনিত ইস্যুতে শাস্তি পেয়েছেন আরো ১০ খেলোয়াড়। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স খেলা চলাকালীন মাঠে প্রবেশ করায় নিষিদ্ধ হয়েছেন চার বছরের জন্য। এ ছাড়া ম্যাচ চলাকালীন শৃঙ্খলাভঙ্গ ও ফেডারেশনের বিরুদ্ধে মিডিয়ায় বক্তব্য দেয়ায় মোহামেডানের মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তিকে বাংলাদেশের হকিতে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা