১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিশিতার ৫ উইকেটে জয় বিকেএসপির

নিশিতা আক্তার -

চলতি মহিলা ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় বোলার হিসেবে পাঁচ উইকেট পেলেন বিকেএসপির নিশিতা আক্তার। কলাবাগান ক্রীড়া চক্রর বিপক্ষে গতকাল অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই সাফল্যের পর আরো চার উইকেট। দারুণ বোলিংয়ে পাঁচ উইকেট নিলেন ১৫ বছর বয়সী এই অফ স্পিনার। রান তাড়ায় কিছুটা চাপে পড়লেও সুমাইয়া আক্তারের অপরাজিত ফিফটিতে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল বিকেএসপি। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রান কলাবাগান। জবাবে ৯১ বল হাতে রেখে জয় বিকেএসপির । দিনের অন্য দুই ম্যাচে সোহেল ক্রিকেট ক্লাবকে ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে জয় ছয় উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড।
বিকেএসপির ১ নম্বর মাঠে খেলাঘরকে ছয় উইকেটে হারায় আবাহনী। ১৪১ রানের লক্ষ্য ২৫.১ ওভারেই অনায়াসে জয় নিশ্চিত হয় জাহানারাদের। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল আবাহনী। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। ৯.১ ওভারে পাঁচ মেডেনসহ ১৪ রানে তিন উইকেট নেন নাহিদা। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার।


আরো সংবাদ



premium cement