০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বার্সার জাভি মিলানের পিওলি বরখাস্ত

-

বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার কথা আগেই বলেছিলেন জাভি হার্নান্দেজ। এবার তাকে বরখাস্ত করল বার্সেলোনা কর্তৃপক্ষ। অপর দিকে পাঁচ মৌসুম পর এসি মিলান বরখাস্ত করেছে কোচ স্টেফানো পিওলিকে।
চলতি বছর জানুয়ারির শেষ দিকে ব্যর্থতার দায় নিয়ে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তাকে সেই অবস্থান থেকে নিজের প্রচেষ্টায় সরিয়ে আনেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। কিছুদিন আগে দু’জনে যৌথ সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্তের কথা জানান। কিন্তু এরপর বার্সার বোর্ডের বিরাগভাজন হয়ে এবার বরখাস্ত হলেন জাভি। গতকাল জাভিকে বরখাস্ত করে তার জায়গায় জার্মান কোচ হানসি ফ্লিককে দায়িত্ব দেয়ার গুঞ্জন শোনা যায়। ফ্লিকের বিষয়টি নিশ্চিত না করলেও বার্সেলোনা জাভিকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বার্সার হয়ে কোচ হিসেবে একটি লা লিগা ও একটি সুপার কাপের শিরোপা জিতেছেন জাভি।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ২০২৪-২৫ মৌসুমে জাভির আর কোচ হিসেবে না থাকার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই বৈঠকে জাভি ছাড়াও বার্সেলোনার গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement