০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মুর্শিদা-মোস্তারির সেঞ্চুরিতে রেকর্ড

-

মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির জোড়া সেঞ্চুরিতে নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মোহামেডান। তিন উইকেট হারিয়ে ৩৯২ রান তোলার দিনে মুর্শিদা অপরাজিত ১৭৯ এবং সোবহানা খেলেছেন ১২৮ রানের ইনিংস। রেকর্ডগড়া দলীয় রানের পর গুলশান ইয়ুথ ক্লাবকে মাত্র ১৪১ রানে আটকে দিয়েছেন রুমানা আহমেদ, সালমা খাতুনরা। ২৫১ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে মোহামেডান।
বিকেএসপি তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু পায় মোহামেডান। মুর্শিদা ও কাশ্মিরের জেসিয়ার ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তোলে মোহামেডান। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। মুর্শিদা ৫০ ছুঁয়েছেন ৫৫ বলে। হাফ সেঞ্চুরি পাওয়ার পর গুলশানের বোলারদের উপর চড়াও হলে সেঞ্চুরি পাওয়ার আগেই সাজঘরে ফিরেন জেসিয়া। চারটি ছক্কা ও ১১টি চারে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। মুর্শিদার সাথে তার ১৩৫ রানের উদ্বোধনী জুটি ছিল। এরপর তিনে নামা সোবহানা মোস্তারিকে নিয়ে মোহামেডানকে এগিয়ে নিতে থাকেন মুর্শিদা। বাঁ হাতি এই ওপেনার ১১৫ বলে সেঞ্চুরি করেন।
৫৭ বলে ৫০ ছুঁয়েছেন মোস্তারি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন তারা দু’জন। শেষ ওভারে গিয়ে ফারিয়ার বলে আউট হন ১০১ বলে ১২৮ রান করা সোবহানা মোস্তারি। ১৫৭ বলে ১৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুর্শিদা। মেয়েদের লিগে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। তাদের দু’জনের ব্যাটেই মূলত ৩৯২ রানের পাহাড়সম পুঁজি পায় মোহামেডান। এমন পুঁজিতে ২০২২-২৩ মৌসুমে বিকেএসপির ৩২১ রানের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে তারা। গুলশানের হয়ে ৬৬ রানে তিন উইকেট নিয়েছেন ফারিয়া।
পাহাড়সময় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান ইয়ুথ। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন জুরাইয়া ফেরদৌস। তরুণ এই উইকেটকিপার ব্যাটার আউট হয়েছেন ৭ রানে। এরপর একে একে বিদায় নিয়েছেন নিপা আক্তার, একা মল্লিক, ববিতা মিনা, শারমিন আক্তার ছোঁয়া, ফালগুনি বন্যারা। শেষদিকে সান্দিহা ইসলাম আশার ৩২ এবং সুরাইয়া আজমীমের ২৯ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মোহামেডানের হয়ে রুমানা তিনটি, দু’টি করে উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম, সালমা ও সাবেকুন নাহার।
রূপালী ব্যাংক ১০ উইকেটে জয়ী
সিটি ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রিকেট ক্লাব। মুক্তা রবীন্দর দুর্দান্ত বোলিংয়ের পর ইশমা তানজীম (৬৭*), ফারজানা হক পিঙ্কির (৫১*) ফিফটিতে এই জয় তুলে নেয় ক্লাবটি। বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে ১১৬ রানে অলআউট হয় সিটি ক্লাব। তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপালী ব্যাংক।


আরো সংবাদ



premium cement

সকল