লেভারকুজেনকে থামিয়ে চ্যাম্পিয়ন আটলান্টা
- ক্রীড়া ডেস্ক
- ২৪ মে ২০২৪, ০০:০৫
বুন্দেসলিগা জয়ে ইতিহাস গড়া বায়ার লেভারকুজেন সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানিতে বাধা হয়ে দাঁড়াল আটলান্টা। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা দলটিকে অবশেষে থামাল ইতালিয়ান ক্লাবটি। উয়েফ ইউরোপা লিগের ফাইনালে গত পরশু ৩-০ গোলের জয় পায় সিরি ‘আ’র দলটি। দুর্দান্ত এক হ্যাটট্রিকে জয়ের নায়ক হয়ে উঠলেন অ্যাডেমোলা লুকম্যান। এই জয়ে ছয় দশকের বেশি সময়ের শিরোপা খরা কাটল আটলান্টা। আর প্রথমবারের মতো জয় করল ইউরোপা লিগ।
রক্ষণের ভুল আর আক্রমণে সাদামাটা লেভারকুজেন বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তোরিনোকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা। ৬১ বছর পর পেল দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে উজ্জীবিত আটলান্টা প্রথমার্ধেই করল জোড়া গোল। যে ধাক্কা আর সামলাতে পারল না লেভারকুজেন। মৌসুমের শুরু থেকে কোনো ম্যাচে না হেরে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল জার্মান ক্লাবটি। প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়ে এ দিন খেলতে নামে ফেবারিট লেভারকুজেন। কিন্তু ম্যাচ শুরু হতেই বদলে যেতে থাকে সবকিছু। বল দখলে পিছিয়ে থাকলেও শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল আটলান্টার। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল হজম করে জার্মান ক্লাবটি। ছয় গজ বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এক্সকুয়েল প্যালাসিওস। বল পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান। ২৬ মিনিটে বক্সের বাইরে একজনকে কাটিয়ে জায়গা বানিয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোল করেন লুকম্যান।
৭৫ মিনিটে সতীর্থের পাস ধরে ঠাণ্ডা মাথায় বক্সে ঢুকে সামনের একজনের বাধা সামলে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। মৌসুমে প্রথম হার আর অনেক বড় এক শিরোপা হারানোর হতাশায় মাঠ ছাড়ল জাভি আলনসোর দল। অন্য দিকে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতে উঠল আটলান্টা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা