টি-২০-তে জ্যোতির চেয়েও পিছিয়ে শান্ত
- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ দিন ধরেই তার ব্যাটে রান নেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-২০-তে বারবার সমর্থকদের হতাশ করছেন। জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে সবশেষ চার ইনিংসে শান্ত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র একবার। এই চার ম্যাচে সব মিলিয়ে ৪৭ রান করেছেন; যা একজন অধিনায়ক তো দূরের কথা, ৩ নম্বরে নামা কারো কাছ থেকেও প্রত্যাশিত নয়।
চলতি বছর সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন শান্ত। যেখানে একটি ফিফটিতে সর্বসাকুল্যে রান করেছেন ১৫৮। ফিফটি হাঁকানো ৫৩ রানের সেই ইনিংস বাদ দিলে আট ম্যাচে তার রান দাঁড়ায় ১০৫, গড় ১৩.১৩! যদিও অপরাজিত ফিফটির সুবাদে চলতি বছর তার গড় ১৯.৭৫।
এক পরিসংখ্যানে দেখা গেছে, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির টি-২০ ফরম্যাটের ক্যারিয়ার গড়ও শান্তর চেয়ে ভালো। এ বছর খেলা ৮ ম্যাচে ১৮৯ রান করেছেন তিনি। যেখানে গড় ২৭। সব মিলিয়ে নারী দলের অধিনায়ক জ্যোতি ৯৫ টি-২০র ৯০ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১,৮০২ রান। ২৫.৩৮ গড়ের এই ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১১৩। এই সেঞ্চুরির পাশাপাশি তিনি সাতবার হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন।
বিপরীতে শান্ত এতগুলো ম্যাচ খেলেননি ঠিকই। তবে ৩৭ ম্যাচের ৩৬ ইনিংসে ৭৬০ রান করা এ ব্যাটারের ২৪.৫১ গড় মোটেও আশাব্যঞ্জক নয়। সর্বোচ্চ ৭১ রান করা এ ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন চারবার। স্ট্রাইক রেট মাত্র ১০৯.৮২। শুধু স্ট্রাইক রেটে পিছিয়ে থাকলেও অন্যান্য প্রায় সব দিকেই শান্তর চেয়ে এগিয়ে জ্যোতি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা