০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সালাম মুর্শেদীকে ফিফার জরিমানা

-

আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। ফিফার টাকার আর্থিক অনিয়ম চোখে পড়লে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় আবু নাঈম সোহাগকে। নতুন বিজ্ঞপ্তিতে তাকে তিন বছরের সাজা দেয়া হয়েছে।
এবার নতুন করে আরো দু’জনকে একই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এর পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে দু’জনকেই।
শাস্তি পেয়েছেন বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি আবদুস সালাম মুশের্দী। নিষিদ্ধ না হলেও তাকে ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। জরিমানার বিষয়ে মুর্শেদী বলেন, ‘কর্মচারীরা আমাদের যা করে দেয় সেটার ওপরই আমরা কাজ করি। যদি কোনো দায়িত্বে অবহেলা মনে করে থাকে, তবে আমাদের এটি দিয়ে দিতে হবে। এখানে বিষয়টি এমন না যে আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করেছি।’
এর বাইরে বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে। আর এ সিদ্ধান্ত এসেছে ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার থেকে। যারা সবার সাক্ষ্য-প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত প্রদান করেছেন।


আরো সংবাদ



premium cement