১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উইকেটকে দুষলেন শান্ত

-

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-২০তে পাঁচ উইকেটে হারের কারণ হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো উইকেটে না খেলাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হারের পর শান্ত জানান, আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলিনি।
চলতি মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সিরিজ জিতলেও, খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র দুই ম্যাচে দেড়শ রানের কোটা পার করতে পারে তারা। এরমধ্যে সর্বোচ্চ দলীয় রান ছিল ১৬৫। জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল বাংলাদেশ। কিন্ত প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারের লজ্জায় ডুবতে হয় টাইগারদের।
পাঁচ উইকেটে ম্যাচ হারের পেছনে ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ দলনেতা শান্ত। ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়েছিল; কিন্তু মধ্যে কিছু উইকেট হারিয়ে ফেলি। আমরা যদি আরো ২০ রান বেশি করতাম তাহলে ভালো সংগ্রহ পেতাম।’
পাওয়ার প্লেতে দুই উইকেটে ৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। মধ্যের ওভারগুলোতে টি-২০ মেজাজে ব্যাট করতে পারেনি তারা। ১২তম ওভারে দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহর ৪৭ বলে ৬৭ রানের জুটিতে ছয় উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে থামলেও, ৪৭ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন হৃদয়।
ব্যাটারদের জ্বলে উঠতে না পারার কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন নাজমুল। সে সাথে তিনি বলেন, ‘এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে।’
প্রথম ম্যাচে হারের আরো একটি কারণ হিসেবে বাংলাদেশের পেসারদের কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক। ডেথ ওভারে খুবই বাজে বোলিং করেছেন মোস্তাফিজু রহমান ও শরিফুল ইসলাম। ১৭ ও ১৯তম দুই ওভারে মোস্তাফিজ ৩২ রান এবং ১৮তম ওভারে ১৪ রান দেন শরিফুল। শান্ত বলেন, ‘দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ভালো করবে তারা।’
হতে পারে আমাদের গুরুত্ব দেয়নি : হারমিত
বাংলাদেশের বিপক্ষে ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে যুক্তরাষ্ট্রকে জিতিয়েছেন হারমিত সিং। হারমিত যখন উইকেটে আসেন, তখন যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৩১ বলে ৬০ রানের। শেষ চার ওভারে দলটির দরকার ছিল ৫৫ রান। হারমিত ও কোরি অ্যান্ডারসন মিলে মোস্তাফিজের করা ১৭তম ওভারে ১৭, পরের ওভারে শরিফুলের বলে ১৪, ১৯তম ওভারে মোস্তাফিজের ওভারে ১৫ রান নেন। ম্যাচ জিততে শেষ ওভারে মাত্র ৯ রান লাগত যুক্তরাষ্ট্রের। একটি করে চার-ছক্কায় মাত্র তিন বলেই সেই লক্ষ্য টপকে যায় যুক্তরাষ্ট্র। হারমিত বলেন, ‘উইকেট যেমন ছিল, তাতে এই রান ১৮তম ওভারে তাড়া করতে পারব বলে ভরসা ছিল। আমরা এমন ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি। তবে মোস্তাফিজের চার ওভার শেষ করে দেয়ায় আমরা শেষ ওভারে ২০ রানও নিতে পারব- এমন বিশ্বাস ছিল।’


আরো সংবাদ



premium cement