বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি-২০ আজ
হারের সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে টাইগাররা- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ মে ২০২৪, ০০:০৫
আন্তর্জাথতিক টি-২০তে প্রথম দল হিথসেথবে ১০০ ম্যাচ হাথরের কীথর্তির সামথনে দাঁথড়িথয়ে বাংলাথদেশ। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচ হেরে ইতোমথধ্যে ৯৯ ম্যাচ হারের কাজটা সেরে ফেলেছে টাইগাররা। আজ শথক্তিশালী যুক্তরাথষ্ট্রের সাথথে দ্বিতীয় ম্যাচ হারথলেই রেকর্ড হথয়ে যাথবে শান্ত বাথহিনীর। হারের সেঞ্চুরি পূর্ণ হবে লাল-সবুজ ক্রিকেট বাহিনীর।
আর যদি আজ বাংলাদেশ জিতে যায় তাহলে হারের সেঞ্চুরি আগে পূর্ণ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ ম্যাচ পরাথজিত হওয়া ওথয়েস্ট ইথন্ডিজ আগামীকাল ২৪ মে দথক্ষিণ আথফ্রিকার কাথছে হারলে প্রথম সেঞ্চুরি পূর্ণ কথরে বাংলাদেশথকে বথঞ্চিত করথতে পাথরে তারা। আর যদি আজ বাংলাদেশ হেরে যায় তাহলে পরাজয়ের দিক দিয়ে সেঞ্চুরি করে এগিয়ে থাকবে বাংলাদেশ। অন্যথ দিথকে শ্রীলঙ্কা হেথরেথছে ৯৮ ম্যাচ। বিশ্বকাথপেই হয়তো তারা ১০০-এর মাইলফলক ছুতে পাথরে।
এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারল বাংলাদেশ। অভিবাসীদের দেশটির ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এটা স্মরণীয় জয়। স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, কোরে অ্যান্ডারসন, হারমিত সিংরা কিভাবে রাতটা উদযাপন করেছেন। নিশ্চই জমকালো। এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে হারিয়েছে মার্কিন ক্রিকেট দল।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা কী সবচেয়ে করুণ পরাজয়, নাকি লজ্জাজনক হার? ইতিহাসও তাই বলছে। আইসিসি সহযোগী বেশ কয়েকটি দেশের কাছে হারের রেকর্ড রয়েছে টাইগারদের। টি-২০ আর ওয়ানডেতেও। কানাডা, নেদারল্যান্ডসের কাছে হেরেছে। দল দুটোর কাছেও ব্যাখ্যা ছিল। মার্কিনিদের কাছে হারের পর অধিনায়ক নাজমুল বলেছেন উইকেটের কথা, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’
পেশাদার ক্রিকেটাররা উইকেটের দোহাই আর ক’দিন দেবেন? পরের ম্যাচে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবেন। তাহলে প্রথম টি-২০ ম্যাচে কেন ভালো ব্যাটিং করল না? এসব পুরনো বস্তাপচা অজুহাত আর কত দিন? ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই বাংলাদেশকে শাসন করেছে মার্কিন ক্রিকেটাররা। তারা নিজেদের সামর্থ্য বুঝে শতভাগ খেলেছে। নাজমুলরা খেলেছেন অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে। হালকা মেজাজে ক্রিকেট খেলে প্রতিপক্ষকে ছোট দল ভেবেছে। এটা আসলে আন্তর্জাতিক ক্রিকেট নয়। যুক্তরাষ্ট্রকে হয়তো পাড়া-মহল্লার টিম ভেবেছে। আগেই বলা হয়েছে বিশ্বকাপ খেলতে গেলে পরীক্ষা-নিরীক্ষা নয়। শান্ত বাহিনীর সাবধান থাকতে হবে মূল পর্বে ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে। সাবধানী বার্তাই দিয়ে গেল যুক্তরাষ্ট্রের পাঁচমিশালি দলটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা