০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বড় ট্রফি না জয়ের আক্ষেপ মোস্তাফিজের

যুক্তরাষ্ট্রে জিম সেশনে তানজিম সাকিব, রিশাদ ও মাহেদির সাথে মোস্তাফিজুর রহমান : বিসিবি -


বড় মাপের ক্রিকেটার হতে হলে বড় কোনো শিরোপা জেতার বিকল্প দেখছেন না মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন বাঁ হাতি এই পেসার। বড় ট্রফি জয়ের আক্ষেপ রয়ে গেছে তার।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির ইভেন্টগুলোতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। সেই দলের খেলেছেন তিনিও। এ ছাড়া অন্য কোনো আসরে বলার মতো পারফরম্যান্স করেনি লাল-সবুজের দল।
সম্প্রতি মোস্তাফিজ বলেন, ‘ভালো করার তো শেষ নেই। চেষ্টা করব আগে যা করেছি, সেটি থেকে আরো ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়ার যে সময় হয়, সে বড় ইভেন্টগুলো জিতে, বড় ট্রফি জিতে। সে সময় বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’
২০২২ সালের জুনে শেষবারের মতো টেস্ট খেলতে দেখা যায় মোস্তাফিজকে। এই ফরম্যাটে অবসর না নিলেও আর দেখা যায় না তাকে। ওয়ানডে ক্রিকেটে অবশ্য নিয়মিতই খেলেন এই পেসার। তবে তার পছন্দ টি-২০ ফরম্যাট।

তিনি আরো বলেন, ‘দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয়। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। ভালো লাগার কথা বললে আমি টি-২০টা খুব উপভোগ করি। এই ফরম্যাটটা বেশ চাপের। এ কারণেই মনে হয় ভালো লাগে আমার। চাপ নিয়ে খেলতে অনেক উপভোগ করি। আমাদের যে বোলাররা আছে- তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান, আমি যতটুকু শিখেছি ওদের সাথে শেয়ার করি- যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’
দেশ বা আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামেই বহুল পরিচিত মোস্তাফিজ। এই নামের উৎপত্তি নিয়েও কথা বলেছেন এই পেসার। একইসাথে নিজের ব্যতিক্রমী রানআপ নিয়েও কথা বলেছেন তিন ফরম্যাটে ৩০০-এর বেশি উইকেট নেয়া মোস্তাফিজ। ‘বোলিং বোর্ড বা ফিল্ডিং বোর্ডে আমার নাম ধরত না, তাই সংক্ষেপে ফিজ লিখত, আমি জিগ্যেস করলাম এটা কে। আমাকে বলল এটা তুমি। ওই সময়ে আমি আইপিএল খেলতে গেলাম, ওখানেও নামটা ছড়িয়ে যায়।’

নিজের বোলিং নিয়ে মোস্তাফিজের ভাষ্য, ‘আমার আগে রানআপে খুব সমস্যা ছিল। বোলিংয়ে সময় ওভারস্টেপ হতো। তবে নাইন-টেনে থাকতে কোচ বলেছিল, তুই এই জায়গা থেকে শুরু কর, এভাবে শুরু কর। ওইটা রয়ে গেছে। ওইটা থেকেই এমন হয়ে গেছে।’
মোস্তাফিজকে মিস করেছে চেন্নাই
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৭ রানে হেরে এবারের আইপিএল মৌসুম শেষ করেছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা পুরো আসরে থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে বিশ্বাস চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের।
আসরের শুরু থেকে নিয়মিতই চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোস্তাফিজ। যদিও গত ১ মে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশের এই পেসারকে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল শেষ করেন বাঁ হাতি এই পেসার। মূলত জিম্বাবুয়ে সিরিজ এবং টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দেশে ফেরত আনা হয়েছিল তাকে। মৌসুমের অন্তিমলগ্নে এই তিন ক্রিকেটারকেই স্মরণ করেন রুতুরাজ। ‘আমাদের সামনের সারির দুইজন বোলার ছিল না। যারা আমাদের জন্য অনেক বড় সম্পদ ছিল। শুরু থেকেই অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পাথিরানার ইনজুরি, তারপর মোস্তাফিজের না থাকাটা বড় ফ্যাক্টর।’

 


আরো সংবাদ



premium cement