০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিসিসিআইয়ের সমালোচনায় হরভজন

-


যারা আইপিএল খেলেই টি-২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র রওয়ানা হবেন তাদের বিশ্রামটা একেবারইে কম। আইপিএলের ফাইনাল হবে আগামী ২৬ মে। আর টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১ জুন। মানে হলো- আইপিএল শেষ করার পর বিশ্বকাপে যোগ দেয়ার আগে এক সপ্তাহও বিরতি পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। অপর দিকে অনেক দল ইতোমধ্যে বিশ্বকাপে যোগ দিতে দেশও ছেড়ে গেছে। আবার কোনো কোনো দল খেলছেন দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ।

এই আইপিএলের কারণে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারছে না ভারত। এমনকি বিশ্বকাপ মিশন শুরুর আগে মাত্র দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে রোহিত শর্মার দল। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ আছে তাদের। অথচ অন্যান্য দল খেলছে দুই কিংবা তিনটি প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের আগে আইপিএলের এমন ঠাসা শিডিউল মোটেই ভালোভাবে নেননি সাবেক ক্রিকেটার হরভজন সিং। এর জন্য তিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কঠোর সমালোচনা করেছেন।
হরভজন মনে করেন, আইপিএল আরো আগে শেষ করা দরকার ছিল। তার মতে, ভারতের জন্য ৪-৫টি খেলা (প্রস্তুতি) থাকলে ভালো হতো। আপনি জানেন, যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলের বিরুদ্ধে খেলা প্রয়োজন ছিল; কিন্তু সেটি হচ্ছে বলে মনে হয় না। কিন্তু এখন আমাদের কাছে যে ছোট সুযোগই থাকুক না কেন, সেই দু’টি খেলার এটির সর্বোত্তম ব্যবহার করতে হবে।’
অপর দিকে ভিন্নমত ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলের। তিনি জানান, আইপিএল খেলার কারণে ক্রিকেটাদের প্রস্তুতি ভালো হয়েছে। এতে বিশ্বকাপে কোনো সমস্যায় পড়তে হবে না ভারতকে।

কুম্বলে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়রা, যারা প্লে-অফের অংশ নয় তারা অবশ্যই তাড়াতাড়ি চলে যাবে। আর যারা খেলবে বা যারা প্লে-অফের অংশ হবে তারা আইপিএলের পরপরই চলে যাবে। তাই আমি দেখতে পাচ্ছি না যে, কোন কারণে প্রস্তুতি ভিন্ন হওয়া উচিত। আমি মনে করি না এর সাথে কোনো সমস্যা আছে।’
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ মে নিউ ইয়র্কে। তার আগে আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে তারা।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল