দাবায় আসছেন কাজাখস্তানের কোচ
- ক্রীড়া প্রতিবেদক
- ২০ মে ২০২৪, ০০:০০
এবারের বিশ্ব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে। ১০-২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই আসর। এতে বাংলাদেশ পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা দাবাড়– পাঠাবে। অলিম্পিয়াডের ভালো করার জন্য বিদেশী কোচ আসছে। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানান, কাজাখস্তান দাবা ফেডারেশন তাদের খরচে এক মাসের জন্য কোচ দেবে। এই কাজাখ গ্র্যান্ডমাস্টার অল লাইন ও সশরীরে বাংলাদেশের পুরুষ ও মহিলা দাবাড়–দের প্রশিক্ষণ দেবে। এরপর দলের সাথে হাঙ্গেরি যাবেন। দাবা ফেডারেশন শুধু এই কোচের থাকা-খাওয়ার খরচই দেবে। এই অলিম্পিয়াডের জন্য মহিলা দাবা দল গড়তে আজ থেকে শুরু হচ্ছে ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। ওয়ালটন এই আসরের স্পন্সর। গতকাল এই টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে কাজাখস্তান থেকে কোচ আসার তথ্য জানানো হয়।
১২ মহিলা দাবাড়–কে নিয়ে এবারের জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। আসরের চ্যাম্পিয়ন জাতীয় ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার সুযোগ পাবেন। আর সেরা পাঁচ দাবাড়– যাবেন দাবা অলিম্পিয়াডে। এই ১২ দাবাড়–র মধ্যে গতবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমিন সুলাতানা শিরিন সরাসরি অংশ নিচ্ছেন। বাকি ৯ জন এসেছেন সদ্যসমাপ্ত বেগম লায়লা আলম ১৪তম আন্তর্জাতিক মহিলা রেটিং দাবা থেকে। এরা হলেন- মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুসরাত জাহান আলো, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, নীলাভা চৌধুরী, তাবাসসুম সাদিয়া শাহজাহান, ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস। এদের মধ্যে এই প্রথম জাতীয় মহিলা দাবায় খেলছেন দিবা, নিলাভা ও সাদিয়া।
গত বছর দাবা ফেডারেশন পুরুষ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি। তবে এবার ২৪ জুন থেকে তা শুরু হচ্ছে। এই জাতীয় দাবা থেকেই গঠিত হবে অলিম্পিয়াডের দল। জানান শামীম।
এবারের আসরে অধিকাংশই অল্প বয়সী দাবাড়–। এটাতে ইতিবাচকই দেখছেন ফেডারেশন কর্মকর্তারা। সেক্রেটারি শামীম জানান, ‘ঢাকা বিশ্ব বিদ্যালয় চারজন দাবাড়–তে খেলোয়াড় কোটায় ভর্তি করবে।’ এ জন্য দাবাড়–দের লেখাপড়ার সাথে দাবাতেও ভালো করার তাগাদা তার। চলতি বছরটি দাবা ফেডারেশনের ৫০ বছর পূর্তি। এই উপলক্ষেও ভালো মানের আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ঘোষণা শাহাব উদ্দিন শামীমের। ফিদে প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা