আলোনসোর গুণেই লেভারকুজেনের রেকর্ড
- ক্রীড়া ডেস্ক
- ২০ মে ২০২৪, ০০:০০
একের পর এক রেকর্ড গড়ে এবারের জার্মান বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে বায়ার লেভারকুজেন। এই সাফল্যের মূল কারিগর ফুটবলাররাই। তবে এর নেপথ্যে কোচ জাভি আলোনসো। এই স্প্যানিশ কোচের পরিচর্যায় এবার লেভারকুজেন প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থেকে বুন্দেসলিগা জয়ের রেকর্ড গড়েছে । গত পরশু অগসবুর্গকে ২-১ এ হারানোর মধ্য দিয়ে সব আসর মিলে টানা ৫১ ম্যাচে না হারার রেকর্ড গড়েছে তারা। এতে পুরো মৌসুম অপরাজিত থেকে বুন্দেসলিগা জয়ের কৃতিত্ব দেখালো তারা। আগেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর তাদের মৌসুম শেষের ঘটনাও জয়ের মধ্য দিয়ে। লিগের শেষ দিনে নিজেদের মাঠে অগসবুর্গের বিপক্ষে জয়। এতে ম্যাচ শেষে ট্রফি হাতে নেয়ার উল্লাসে ছিল পূর্ণতা।
অনেক আগে থেকেই লেভারকুসেনের স্প্যানিশ কোচের ওপর ঝরছে প্রশংসার বৃষ্টি। পরশু যেন সেটা আরো কয়েক গুণ বেড়ে গেল। দলটির ডিফেন্ডার জোনাথন টাহ-এর মুখেও আলোনসোর প্রশংসা।
ট্রফি হাতে উৎসব শেষে জার্মান এই ডিফেন্ডার বলেছেন, ‘এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। এতগুলো বছর পর এখানে কিছু জিততে পেরে আমি সত্যি খুব খুশি।’ টাহ’র মতে, ‘জাবি আলোনসো অসাধারণ একজন কোচ। সেটি ট্যাকটিক্যালি এবং ব্যক্তিগত দুই দিক দিয়েই। এ কারণেই আমরা এতটা সফল।’ যোগ করেন, ‘ভালো খেলোয়াড় ভালো কোচ তৈরি করে। আমার অসাধারণ একটি স্কোয়াড। আমাদের এখানকার প্রতিদিনের আবহই খুব ভালো। এমন সব খেলোয়াড়ের সাথে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা