১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘কোয়ালিফাই না করার কোনো কারণ নেই’

-

আগামী ১৩ জুন থেকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এএইচ এফ কাপ জুনিয়র (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতা। বরাবরের মতো অংশ নিবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল। এশিয়া কাপের বাছাইপর্বের এই ম্যাচটি বিভিন্ন অর্থ বহন করে। আগামীতে যুবকদের পথচলা, নিজেদের স্কিল পরীক্ষাসহ তাদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ লক্ষ্য সেট করে দেয়। এদের থেকেই গঠিত হয় জাতীয় দল। যারা ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বাছাইপর্ব উতরে গেলে খেলতে হবে জুনিয়ার এশিয়া কাপ। সেখানে আগ থেকেই কোয়ালিফাই করা আছে চার দল (ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া)। বাছাইপর্ব থেকে ছয়টিসহ মোট ১০ নিয়ে হয় এশিয়া কাপ।

এক সময় সিনিয়র কোচ মাহবুব হারুন, মামুন উর রশিদরা জুনিয়র দলের হাল ধরতেন। বিদেশ থেকে বাংলাদেশের সম্মান বয়ে আনতেন। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে, শিরোপা জিতে লড়াই করতে এশিয়া কাপের মঞ্চে। এবারই প্রথম বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) আস্থা রেখেছে বর্তমান প্রজন্মের কোচদের ওপর। দলটির প্রধান কোচ হিসেবে আছেন আশিকুজ্জামান এবং সহকারী কোচ হিসেবে আছেন হেদায়েতুল ইসলাম রাজীব। তারাও আশ্বস্ত করলেন, চ্যাম্পিয়ন কিংবা বাছাইপর্বে না উতরানোর কোনো কারণ নেই। আশিকুজ্জামানের কথায়, ‘খারাপ করার কোনো কারণ তো দেখছি না। দল ভালো, প্র্যাকটিস করছে ভালো, খেলছে ভালো। সম্মিলিতভাবে তারা খেলতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। দলটির ওপর আস্থা রাখা যায়। অবশ্যই কোয়ালিফাই করা উচিত। আশা করছি তারা নিরাশ করবে না।’

দলে প্রমিজিং প্লেয়ার হিসেবে দেখা হচ্ছে ফরোয়ার্ড জয়, আব্দুল্লাকে। আর মিডফিল্ডে তৈয়ব আলী, শিমুল, আজিজার। ভবিষ্যতে এখান থেকে আরো জাতীয় দলে নাম লিখাতে পারে আমিরুল, হুজাইফা, আমান শরীফ, আসাদুজ্জামান চাঁদ। দলে ডাকা হয়েছে মোট ৩৮ জনকে। ৭ মে থেকে ৩৮ জনকে নিয়ে শুরু হয়েছে সকাল-বিকেল দু’বেলা অনুশীলন। এখান থেকে ১৮ জনকে নিয়ে সিঙ্গাপুর উড়াল দিবে বাংলাদেশ জুনিয়র দল। সবাই বিকেএসপির ছাত্র। ব্যতিক্রম মাত্র একজন। তিনি হলেন নাটোরের শিমুল।

সিনিয়র কোচ মামুন উর রশিদ জানালেন, ‘বাংলাদেশ বাছাইপর্বে সবসময়ই ভালো করে। কিন্তু চূড়ান্ত পর্বে গিয়ে কেমন যেন এলোমেলো হয়ে যায়। মূলত অনুশীলনের ধারাবাহিকতা না থাকা, প্র্যাকটিস ম্যাচ না খেলা এগুলো কারণ। আর্থিক বিষয়টি তো আছেই।’
বাছাইপর্ব কি প্রতিবারই খেলতে হয় বাংলাদেশকে? এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নাই? মামুন জানালেন, ‘অবশ্যই উপায় আছে। জুনিয়র এশিয়া কাপে আপনি যদি সেরা ছয়ে থাকতে পারেন, তাহলে আর বাছাইপর্ব খেলতে হবে না। এটি আসলে মুখে বলা যত সহজ বাস্তবে আরো কঠিন। দীর্ঘমেয়াদে পরিকল্পনা না থাকলে সম্ভব না। আদর্শ পরিপাটি টিম বলতে যা বুঝায় তা করতে অনেক কাঠ-খড় পোড়াতে হয় একটু কঠিনই। একটু না বেশ কঠিন।’


আরো সংবাদ



premium cement