১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয়ে শিরোপা উৎসব হলো না বসুন্ধরার

লিগ শিরোপা নিয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও কর্মকর্তাদের উল্লাস : বাফুফে -

বসুন্ধরা কিংস ২-২ পুলিশ
ফর্টিস ০-০ শেখ জামাল

পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। মোহামেডানকে গোপালগঞ্জের মাঠে ২-১ গোলে হারিয়ে এ রেকর্ড গড়া ট্রফি জয়। ফলে গতকাল নিজ মাঠেই বসুন্ধরা কিংসের হাতে লিগ শিরোপা তুলে দেয়ার সিদ্ধান্ত বাফুফে তথা পেশাদার লিগ কমিটির। তবে হোম ভেন্যু কিংস এরিনায় জয়ে চ্যাম্পিয়নশিপ উদযাপন হলো না দেশসেরা ক্লাবটির। তাদের ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। এতে এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মতো ড্র করতে হলো অস্কার ব্রুজনের দলকে। ড্রয়ের ফলে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট রবসন রবিনহোদের। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে আছে পুলিশ। খেলা শেষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোচ ও খেলোয়াড়দের গাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।
লিড নিয়েও জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৩ মিনিটে নাইজেরিয়ান এমফন উদহের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। বলের জোগানদাতা ব্রাজিলের ডরিয়েলটন। এরপর পুলিশ দারুণভাবে কামব্যাক করে। ৫০ মিনিটে সমতা আনে পুুলিশ। বসুন্ধরার সাবেক ফুটবলার মাহেদী ইউসুফ খান গোল করেন। পাসটি দিয়েছিলেন ভেনেজুয়েলার এডায়ার্ড মরেল্লো। এরপর মরেল্লোই ৬৯ মিনিটে এগিয়ে নেন পুলিশকে। জাতীয় দলে ডাক পাওয়া কানাডাপ্রবাসী জাতীয় দলের সাবেক ক্রিকেটার হালিশ শাহের ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানীর পাসে এ গোল। শেষ পর্যন্ত ডরিয়েলটনের গোলেই হার এড়ায় বসুন্ধরা কিংস। স্বদেশী রবসন রবিনহোর পাস পুলিশের কিপারকে পরাস্ত করেন তিনি।
কাল অন্য ম্যাচে গোলশূন্যতে ড্র করেছে ফর্টিস এফসি ও লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ড্র-তে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস। সাথে আছে শেখ জামাল। তাদের ভাণ্ডারে ১৭ পয়েন্ট।
এখন রানার্সআপের জন্য লড়াই চলছে ঢাকা আবাহনী ও মোহামেডানের। দুই দলেরই পয়েন্ট ১৬ খেলায় ২৯। গোলে অবশ্য এগিয়ে সাদাকালো শিবির।


আরো সংবাদ



premium cement