১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তান লিগে খেলতে না পারার আফসোস রয়েই গেছে

-

প্রথম বাংলাদেশী হিসেবে নেপাল ফুটবল লিগে খেলেছেন ২০০৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা আসিফ। এরপর গোলরক্ষক নরুল করিম নেপাল লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে খেলে ইতিহাস গড়েছেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশী মহিলা ফুটবলার হিসেবে মালদ্বীপ ও ভারতের লিগে খেলেছেন সাবিনা খাতুন। তেমনই প্রথম বাংলাদেশী পাকিস্তান লিগে খেলার সুযোগ ছিল কায়সার আলী রাব্বীর। কিন্তু বাফুফের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেই রেকর্ডটি করতে দেয়নি চট্টগ্রামের এই লেফট উইংব্যাককে। যে কস্ট-আফসোস এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রাব্বীকে। ২০১১ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের কোচ সাজ্জাদ মেহমুদই এই প্রস্তাব দিয়েছিলেন। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
২০১১ সালে প্রথমবারের মতো নেপালে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৬ পুরুষ সাফ। মরহুম কোচ নুরুল হক মানিকের অধীনে সেই আসর খেলতে কাঠমান্ডু যায় বাংলাদেশ দল। টুর্নামেন্টে বাংলাদেশ সেমিতে হেরে যায় পাকিস্তানের কাছে। শেষ চারের ম্যাচে লাল-সবুজ কিশোরদের বিদায় হলেও পুরো আসরে দারুণ খেলেন কায়সার আলী রাব্বী। বাম পায়ের কাজ, গতিই তার বিষয়ে উৎসাহিত করে পাকিস্তান বালক দলের কোচকে। তিনি বাংলাদেশ কোচ নুরুল হক মানিকের মাধ্যমে রাব্বীকে পাঁচ বছরের জন্য পাকিস্তান লিগে খেলানোর প্রস্তাব দেন।
কায়সার আলী রাব্বী জানান, পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালে আমি মাঝ মাঠ থেকে একা বল নিয়ে বক্সে ঢুকে যাই। কিন্তু শেষ পর্যন্ত আর গোল করতে পারিনি। গোলটি করতে পারলে সেটিই হতো টুর্নামেন্টের সেরা গোল। এরপর আমরা শেষ সময়ের দুই গোলে হেরে যাই। ম্যাচ শেষে কোচ আমার সাথে হোটেলে ফিরে কথা বলতে বলেন। এরপর হোটেলের লবিতে তিনি আমাকে পাকিস্তান লিগে খেলার প্রস্তাব দেন। কোচ নুরুল হক মানিককেও আমাকে ৫ বছরের জন্য পাকিস্তান লিগে খেলানোর বিষয়ে জানান। পরে পাকিস্তান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চিঠিও দেয়া হয়। কিন্তু আমাকে পাকিস্তান লিগে খেলার অনুমতিই দেয়া হয়নি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের চট্টগ্রাম আবাহনীকে খেলা এই ফুটবলার আফসোসের কণ্ঠে বললেন, আমি যদি পাকিস্তান লিগে খেলার অনুমতি পেতাম তাহলে প্রথম বাংলাদেশী ফুটবলার হিসেবে রেকর্ড করা হতো। তা ছাড়া আমার পর আরো বাংলাদেশী খেলোয়াড়ের সুযোগ হতো পাকিস্তানের লিগে খেলার। কিন্তু সেই সুযোগ আর হলো না। সেই কস্ট এখনো ভুলতে পারছি না।
মাঝে পাকিস্তানের বিষয়ে বাফুফের মনোভাব ছিল চরম নেতিবাচক। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই প্লে-অফ খেলতে প্রবল আপত্তি ছিল। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান না যাওয়ারই পক্ষে ছিল। পরে ফিফার নির্দেশে খেলতে যেতে বাধ্য হয়েছিল। আর লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবতো এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্ব খেলতে পাকিস্তান যায়ইনি। এরপর এএফসির দেয়া জরিমানা গুনতে হয়েছে। অথচ পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়রা ঠিকই খেলেছেন। আর বিপিএল ক্রিকেটে পাকিস্তানি খেলোয়াড়দের ব্যাপক উপস্থিতি।
২০১১ অনূর্ধ্ব-১৬ সাফে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে ১ গোল করা রাব্বী ইনজুরির জন্য অনূর্ধ্ব-১৯ দলে খেলতে পারেননি। টম সেইন্টফিটের সময় বাংলাদেশ দলে ডাক পেলেও ইনুজরি তাকে এগুতে দেয়নি। এরপর রাব্বী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে প্রতিনিধিত্ব করেন। এখনো তিনি স্বপ্ন দেখেন সিনিয়র দলে লাল-সবুজ জার্সি গায়ে তোলার। ২০১৩-১৪ সিজনে ব্রাদার্সের হয়ে পেশাদার লিগে খেলা শুরু করা কায়সার রাব্বী পরবর্তীতে শেখ রাসেল ক্রীড়া চক্র, মোহামেডান সাইফ স্পোর্টিং ক্লাব এবং ফর্টিস এফসির হয়ে খেলে এবার নিজ জেলার ক্লাব চট্টগ্রাম আবাহনীতে। যদিও চট্টগ্রাম আবাহনীর হয়ে ৪ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। ফলে এখন প্লেইং স্কোয়াডের বাইরে। জানান ম্যানেজার আরমান আজিজ।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল