১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিকতে কি পারবে ব্রাদার্স

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার পর এক সিজন অভিমানেই ফুটবলে ছিল না ব্রাদার্স ইউনিয়ন। এরপর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতেই প্রিমিয়ারে আসা। কিন্তু এবার প্রিমিয়ার ফিরেই বাজে পারফরম্যান্সের ছন্দে গোপীবাগের দলটি। ১৬ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে এবং ১১ ম্যাচে হেরে দলটি এখন প্রবল ভাবে রেলিগেশন শংকায়। তাদের এখন খেলা বাকী ২৫ মে শেখ রাসেল এবং ২৯ মে বাংলাদেশ পুলিশের সাথে। এই দুই ম্যাচের একটিতে হারলেই নেমে যাবে তারা। অথবা রহমতগঞ্জ যদি তাদের বাকি দুই ম্যাচের একটিকে জিতে যায় তা হলেও কপাল পুড়বে একসময়ের ফুটবলের তৃতীয় এই শক্তির। ১৬ ম্যাচ শেষে মাত্র ৭ পয়েন্ট ব্রাদার্সের। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট ১০ দলের মধ্যে নবম স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। উল্লেখ্য, এবার নেমে যাবে একটি দল।
মধ্যবর্তী দল বদলে সব বিদেশী বদল করেও ভালো করতে পারছে না। অবশ্য বলার মতো ঘটনা একটিই। ফিরতি লিগে এসে তারা দেখা পায় প্রথম জয়ের। তাদের হেড কোচ ওমর সিসেও এখন দেশে নেই। গাম্বিয়ার এই কোচ ‘এ’ লাইসেন্স কোর্স করতে অবস্থান করছেন মালদ্বীপে। ১১ তারিখে তিনি মালদ্বীপ গেছেন। ফিরবেন ২৪ তারিখে। তার অনুপস্থিতিতে পরশু ঢাকা আবাহনীর কাছে ১-৭ গোলে হার। এর আগে মোহামেডান ৮-০ এবং চট্টগ্রাম আবাহনী ৫-০তে হারিয়েছিল তাদের।
ব্রাদার্সের সর্বনাশ হতো গত পরশুই। যদি রহমতগঞ্জ হারিয়ে দিত মোহামেডানকে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় এখনো আশা দেখছে কমলা জার্সিধারীরা। এই আশা কি বাস্তবে রূপ দেবে। নাকি ফের বিসিএলে খেলতে দলটি।


আরো সংবাদ



premium cement
বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল

সকল