০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

স্লটই হলেন লিভারপুলের কোচ

-

ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষেই লিভারপুল ছেড়ে যাবেন- এটা গত জানুয়ারিতেই জানিয়ে দিয়েছিলেন। ক্লপের উত্তরসূরি কে হবেন লিভারপুলে, এটা ছিল অনেক বড় এক প্রশ্ন। বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোকে নেয়ার চেষ্টা করেছিল লিভারপুল কর্মকর্তারা; কিন্তু আলোনসো এই মুহূর্তে বায়ার ছাড়বেন না।
ফলে, লিভারপুলকে অন্য কোচের খোঁজে মাঠে নামতে হলো। শেষ পর্যন্ত আগামী মৌসুম থেকে ক্লপের উত্তরসূরি ঠিকও করে ফেললেন তারা। ডাচ ক্লাব ফেয়েনুরডের কোচ আরনে স্লটই মোহাম্মদ সালাহদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ



premium cement

সকল