তাসকিন-চোট-কান্না সহ-অধিনায়ক
- জসিম উদ্দিন রানা
- ১৮ মে ২০২৪, ০০:০০
ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই চোটের সাথে লড়াই করেছেন তাসকিন। ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে চোটের কারণে অনেক ম্যাচ মিস করেছেন ডান হাতি এই পেসার। জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় তিন বছরের মতো। চোট কাটিয়ে ফেরার পর থেকে জাতীয় দলের জায়গাটাকে আলাদাভাবে মূল্য দেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে জানান, বাংলাদেশের হয়ে খেলার মতো শান্তি অন্য কিছুতে নেই।
২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। ডান হাতি এই পেসারের চেয়ে এক উইকেট নিয়ে সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। যদিও এক ম্যাচ বেশি খেলেছিলেন তারকা এই অলরাউন্ডার। দুইয়ে থেকে বিপিএল শেষ করার ফল হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট ডাক পেয়েছিলেন তাসকিন। যদিও গোঁড়ালির চোটে কিউইদের বিপক্ষে খেলতে পারেননি।
শুধু নিউজিল্যান্ড নয় গোঁড়ালিতে পাওয়া সেই চোট এই পেসারকে ছিটকে দিয়েছিল ২০১৯ বিশ্বকাপ থেকেও। ফিট হয়ে উঠলেও নির্বাচকরা জানিয়েছিলেন ম্যাচ ফিটনেস নেই তাসকিনের। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নেমে পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি। অর্থাৎ নির্বাচকদের মন জয় করতে না পারায় তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বাংলাদেশ।
ইংল্যান্ড বিশ্বকাপে সুযোগ না পেয়ে সেদিন মিরপুর থেকে কান্নাভেজা চোখে বেরিয়ে গিয়েছিলেন তাসকিন। কেঁদেছিলেন বিসিবির অ্যাকাডেমি ভবনের ভেতরে বসেও। নিশ্চিতভাবেই তাসকিনের জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তের একটি ছিল সে অধ্যায়। আরো একবার এমন মুহর্তের সাক্ষী হতে যাচ্ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-২০-এর আগে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় খেলতে পারেননি ২৯ বছর বয়সী এই পেসার।
তাতেই সন্দেহ দানা বেঁধে ওঠে। বিশ্বকাপে যেতে পারা নিয়ে ছিল সংশয়। যদিও শেষ পর্যন্ত সব আলোচনা সমালোচনা সংশয় পাশ কাটিয়ে দলে তো থাকলেনই। তা-ও আবার সহ-অধিনায়ক হিসেবে। বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসেও পৌঁছেছেন দলের সাথে। তবে কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন তা এখনো নিশ্চিত নয়। যদিও প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।
তাসকিনের এমআরআই রিপোর্টের অপেক্ষা দু’দিন পিছিয়ে দল ঘোষণা করে বিসিবি। দু’দিন পিছিয়ে যাওয়ায় তাসকিনের চোখে ভাসছিল ২০১৯ সালের কান্নাভেজা ছবি। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘স্কোয়াড ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে, ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল দিতে দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেয়ার।’
তাসকিনের বক্তব্য, ‘যখন আমি আবার ফিরে এসেছি, এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে। আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম, তখন বুঝতে পেরেছি, বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই। এটা আসলে আনমোল (অমূল্য)।’
চোট থেকে সেরে উঠতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে তাসকিনের। ডান হাতি এই পেসার অবশ্য জানিয়েছেন তিনি আগের থেকে ভালো অনুভব করছেন। এ দিকে বিশ্বকাপে শান্তর সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি। এমন দায়িত্ব পেয়ে শোকরিয়া আদায় করে তাসকিন বলেন, ‘আমি অনেক ভালো অনূভব করছি। আমি দলেও আছি। সহ-অধিনায়কও হয়েছি। শুকরিয়া আল্লাহথর কাছে। অপেক্ষা প্রতিদান দেয়ার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা