১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জেসিয়ার সেঞ্চুরি সাবেকুনের পাঁচ উইকেট

-


কোনো পার্থক্য নেই। আগের মতোই বিধ্বংসী রুপেই ফিরলেন মোহামেডানের ভারতীয় রিক্রুট জেসিয়া আক্তার। প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঝড়ো এক সেঞ্চুরি উপহার দিলেন। পরে বাঁ হাতি স্পিনার সাবেকুন নাহারের নিলেন ৫ উইকেট। তাতে ঐতিহ্যবাহি মোহামেডান লিগ শুরু করল ছন্দভরা জয়ে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে রূপালী ব্যাংকের হয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান ফারজানা হকও। শেষ পর্যন্ত ৯৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জেতান অভিজ্ঞ এই ওপেনার। দিনের আরেক ম্যাচে মেহেরুন নেসার বাঁ হাতি স্পিনে অনায়াস জয় পায় কলাবাগান ক্রীড়া চক্র।

বিকেএসপির ১ নম্বর মাঠে জাবিদ আহসান ক্রিকেট ক্লাবকে ২৫৪ রানে হারায় মোহামেডান। ৩০৫ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ৫১ রানে গুটিয়ে দেয় গতবারের রানার্স-আপরা। গত লিগে মোহামেডানের হয়ে দু’টি বিধ্বংসী সেঞ্চুরি করা জেসিয়া এবার প্রথম ম্যাচে করেন ৬৯ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ১০২ রান। তাতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাশ্মিরের ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

ফারজানার অপরাজিত ৯৪
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরির পর থেকে অধারাবাহিক ফারজানা হক। ছন্দে ফেরার অভিযানে লিগের প্রথম ম্যাচেই ১২৩ বলে ৬ চার ও এক ছক্কায় খেেেলন ৯৪ রানের ইনিংস। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা লতা মণ্ডল করলেন ৫৯ রান। দুজনের অপরাজিত ফিফটিতে বিকেএসপির ৩ নম্বর মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৮ উইকেটে হারায় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ২১২ রানের লক্ষ্য ২১ বল আগেই ছুঁয়ে ফেলে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে ৫ উইকেট হারানো আনসার ও ভিডিপির ইনিংস এগিয়ে নেন সুলতানা খাতুন। সাতে নেমে ৮৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলে প্রায় ৬ বছর পর দেশের ক্রিকেটে ফেরা অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ৭ ওভারে ৩৫ রান খরচায় উইকেটশূন্য থাকেন।

মেহেরুনের অলরাউন্ড নৈপুণ্যে কলাবাগানের জয়
ফাতেমা তুজ জোহরার ফিফটির পর আর কেউ তেমন কিছু করতে পারলেন না। দশ নম্বরে নেমে কলাবাগান ক্রীড়া চক্রকে দুইশর কাছাকাছি নিয়ে গেলেন মেহেরুন নেসা। পরে বাঁ হাতি স্পিনে সিটি ক্লাবকে আটকে রেখে তিনি দারুণ জয় এনে দিলেন দলকে। বিকেএসপির চার নম্বর মাঠে কলাবাগানের জয় ৬৫ রানে। ১৮৯ রানের লক্ষ্যে ১২৩ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব।
ব্যাটিংয়ে ২৭ বলে ২৫ রান করা মেহেরুন পরে বল হাতে নেন ৩১ রানে ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে অনূর্ধ্ব-১৯ দলের এই বাঁহাতি স্পিনারের হাতে।

 


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল