১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কার্নেলিয়াসের হ্যাটট্রিকে দ্বিতীয় স্থানে আবাহনী

-


প্রিমিয়ার লিগে শিরোপা স্বপ্ন আগেই শেষ হয়েছে। এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল গ্রানাডার স্ট্রাইকার কার্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়ে সেই দৌড়ে টিকে আছে আন্দ্রেস ক্রুসিয়ানীর দল। কার্নেলিয়াসের চার গোল ছাড়াও ব্রাজিলিয়ান ওয়াশিংটন দুই গোল করেন। অন্য গোলটি বাংলাদেশী মেহরাব হোসেনের। এই জয়ের ফলে ১৬ ম্যাচে পয়েন্ট টেবিলে মোহামেডানের মতোই ২৯ পয়েন্ট আবাহনীর। অবশ্য গোলে এগিয়ে সাদা কালো শিবির। অবশ্য মোহামেডান ৩-৩ গোলে রহমতগঞ্জের সাথে ড্র করায় আবাহনীর সুবিধা হয়েছে। কাল আরেক ম্যাচে শেখ রাসেল ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সাথে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১১তম হারে আগের ৭ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুর দিকে ব্রাদার্স ইউনিয়ন দুইবার আবাহনীর রক্ষণের পরীক্ষা নিয়েছিল। তবে গোল আসেনি। আবাহনী এগিয়ে যায় ১০ মিনিটে। থ্রু পাস থেকে ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি মাপা শট থেকে বল জড়িয়ে দেন জালে। ৬৪ মিনিটে কর্নেলিয়াসের পাসে ওয়াশিংটন ফাঁকায় পোস্টের সামনে দাঁড়িয়ে সহজেই প্লেসিং করে দেন।
৭০ মিনিটে ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে বক্সে ঢুকে দারুণ শটে নিশানাভেদ করেন। আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্স ইউনিয়ন এক গোল শোধ দেয়। উজবেকিস্তানের নদীরমাভলিয়ানভ গোলকিপারকে পরাস্ত করেন। ৮৬ মিনিটে আবার আবাহনীর দাপট। মেহেদী হাসান রয়েলের পাসে কার্নেলিয়াস শুধু প্লেসিং করে দেন। স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ।
৯০ মিনিটে কার্নেলিয়াস হ্যাটট্রিক পূর্ণ করেন। ফাঁকায় থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। যোগ করা সময়ে মেহরাব হোসেন অপি জোনাথনের পাসে ষষ্ঠ গোল করেন। কর্নেলিয়াস বক্সে ঢুকে জোরালো শটে নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোল করেন।

ময়মনসিংহ স্টেডিয়ামে সোলেমান দিয়াবাতের কল্যাণে রক্ষা মোহামেডানের। ৯৬ মিনিট পর্যন্ত রহমতগঞ্জ ৩-২ এ এগিয়ে থাকলেও ৯৭ মিনিটে ( ইনজুরি টাইম) সোলেমান দিয়াবাতে গোল করে আলফাজ বাহিনীকে ১ পয়েন্ট এনে দেন। এর আগে ২১ মিনিটে সোলেমান এবং ৫ মিনিটে জাফর ইকবাল মোহামেডানের হয়ে গোল করেন। দুই গোলে পিছিয়েও ৩-২-এ লিড নেয় রহমতগঞ্জ। ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়েটাং এবং ৪১ ও ৬৫ মিনিটে স্যামুয়েল কোনে জোড়া গোল করেন। তার প্রথম গোলে পেনাল্টিতে।
কিংস এরিনায় ১-১ গোলে ড্র শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর। শেখ রাসেলের নাইজেরিয়ান আনান্ডা (৭৩ মি.) এবং চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান পল সেউন ( ১১ মি.) গোল করেন।

 


আরো সংবাদ



premium cement