০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিশ্বকাপ জিততে চান টাইগাররা

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানের ভেতর তাসকিনের সেলফিতে তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিক : সৌজন্য -

আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছে টাইগার বাহিনী। নাজমুল হোসেন শান্তর দল যখন বিমানে তখনই একটি ভিডিও পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানান তৌহিদ হৃদয়। তিনি ছাড়াও সেই ভিডিওতে কথা বলেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথমে অধিনায়ক শান্ত বলেন, ‘অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই।’ পরক্ষণেই শান্তর নেতৃত্বগুণের কথা উল্লেখ করেন মাহমুদুল্লাহ রিয়াদ, ‘আমি আশা করব ওর যে নেতৃত্বগুণ আছে সেটা নিয়ে ও বাংলাদেশের জন্য ভালো করবে।’
এখন পর্যন্ত সবগুলো টি-২০ বিশ্বকাপ খেলা সাকিব প্রত্যাশা করেন নিজের পারফরম্যান্স নিয়ে, ‘একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো করতে পারি।’
তারপরই বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জেতার অঙ্গীকার করেন হৃদয়, ‘বিশ্বকাপের মতো বড় জায়গায় গিয়ে ভালো করতে চাই। ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই।’
দেশের হয়ে এমন যাত্রায় সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান মোস্তাফিজ। তিনি বলেন, ‘আপনারা আমাদের সাথে থাকুন। যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি। দেশকেও জেতাতে পারি।’
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনেকেই বলেছেন ম্যাচ বাই ম্যাচ চিন্তা ভাবনা করার কথা। সেটা আবারো মনে করিয়ে দেন জাকের আলী অনিক, ‘প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরম্যান্স করব, জেতার ইচ্ছা নিয়েই যাচ্ছি।’
এবারের টি-২০ বিশ্বকাপে সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। দলকে অন্তত দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে চান তিনি, ‘খুব বিশ্বাস করি, আমাদের দল এবার দ্বিতীয় রাউন্ডে যাবে ইনশাআল্লাহ।’
এই দলের ক্রিকেটাররা লম্বা সময় ধরেই একসাথে খেলছেন। যে কারণে তাদের মধ্যে গড়ে উঠেছে দারুণ সব বন্ধন। অটুট বন্ধনের কথাই মনে করিয়ে দেন তানজিম হাসান সাকিব, ‘আমাদের বন্ডিংটা খুবই শক্তিশালী।’ সবশেষে সৌম্য সরকার দৃঢ়কণ্ঠে জানান বিশ্বকাপে দলগতভাবে ভালো কিছু করার, ‘আমরা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’
এবারের টি-২০ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ডালাসে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। টাইগারদের পরের ম্যাচে ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে। দ্বিতীয় ম্যাচটি হবে রাত সাড়ে ৮টায়। এদিকে পরের দু’টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিব-শান্তরা। ১৩ সেন্ট ভিনসেন্টে রাত সাড়ে ৮টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই ভেনুত শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে ভোর সাড়ে ৫টায়।
বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে ১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটার সম্ভাবনা ক্ষীণ। এদিকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সহ-আয়োজক দেশটির সাথে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী ২১ মে থেকে। সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।


আরো সংবাদ



premium cement