১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেন এমন হচ্ছে আবাহনীর

-

দেশের দুই জনপ্রিয় ক্লাবের করুন দশা। লিগ শিরোপা জিততে পারছেনা ঢাকা আবাহনী ও মোহামেডান। বসুন্ধরা কিংসের আগমনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভুলেই গেছে আবাহনী। আর মোহামেডানতো এখন পর্যন্ত পেশাদার লিগ বা বিপিএলে ট্রফিই জিততে পারেনি। মোহামেডান অবশ্য গত বছর ফেডারেশন কাপ জিতে ট্রফি জয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। এবারও তারা ফেডারেশন কাপের ফাইনালে। ২২ মে বসুন্ধরা কিংসের সাথেই শিরোপা ধরে রাখার ম্যাচ খেলবে। এই বসুন্ধরার কাছে হেরেই এবারের স্বাধীনতা কাপের রানার্সআপ তারা। অন্য দিকে আবাহনীকে এবার একেবারেই খালি হাতে মৌসুম শেষ করতে হচ্ছে। স্বাধীনতা কাপ বা ফেডারেশন কাপ কোনোটিরই ফাইনালে খেলা হয়নি। লিগে এখন পর্যন্ত অবস্থান তৃতীয়। এখন সান্ত¦না হিসেবে লিগে রানার্সআপ হওয়ার টার্গেট আকাশী নীল শিবিরের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরা কিংসকে হারিয়ে ২০১৮ সালে ফেডারেশন কাপ এবং ২০২১-২২ সিজনের স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ব্যাস ওই পর্যন্তই। এরপর অর্জন বলতে গেলে গত দুই লিগ ও গত ফেডারেশন কাপের রানার্সআপ ট্রফি। ফেডারেশন কাপের ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে। এবার কাগজে কলমে মোহামেডানের চেয়েও ভালো দল আবাহনী। এরপরও নেই কোনো সাফল্য। দলের কোচ হিসেবে বাংলাদেশ দলের সাবেক কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানীকে ফের দায়িত্ব দেয়া। তবে এই আর্জেন্টাইনও পারেননি সমর্থকদের খুশী করাতে। ফলশ্রুতিতে এই দশা।
দেশের অন্যতম দর্শকপ্রিয় এই ক্লাবের ব্যর্থতার জন্য ফুটবল ম্যানেজার কাজী নজরুল ইসলাম ফুটবলারদের পারফরম্যান্সকেই দুষলেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে,‘আমরা এবার বিদেশীদের কাছ থেকে আশানুরূপ সার্ভিস পাইনি। যে আশা নিয়ে বসুন্ধরা কিংসের সাবেক ফুটবলার ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজকে নেয়া হয়েছিল সে সেভাবে খেলতে পারেনি। ওয়াশিংটন, কার্নেলিয়াস স্টুয়ার্টও হতাশ করেছেন। ফিরতি লিগের আগে নতুন বিদেশী ডিফেন্ডার এনেছিলাম। তাকেও দু’টির বেশী ম্যাচ খেলাতে পারিনি।’ ২০০৩ সাফের ফাইনালে মালদ্বীপের বিপক্ষে টাইব্রেকারে প্রথম শটে গোল করা এই সাবেক ডিফেন্ডারের মতে, বিদেশীদের মতো স্থানীয়রাও ভালো করতে পারেনি। তাদের খেলায় ছিল না কোনো ধারাবাহিকতা। এক ম্যাচ ভালো খেলেছেতো পরের ম্যাচেই উল্টো চিত্র। সব কিছুর ফলেই এমন বাজে ভাবে মৌসুম শেষ করতে হচ্ছে।, নজরুল যোগ করেন, এখন আমরা শেষ চেস্টা করছি লিগে অন্ত:ত রানার্সআপ হতে।’
আগামী মৌসুমের দল অবশ্য ভালো করার কথা জানান তিনি। যদিও এ ক্ষেত্রে বসুন্ধরা কিংসের জন্য ভালো খেলোয়াড় নিতে না পারার অসহায়ত্ব। ‘ বসুন্ধরা কিংসতো সব ভালো ফুটবলারই নিয়ে যায়। এরপর বাকী যারা থাকবে সেখান থেকে উন্নত মানের খেলোয়াড় সংগ্রহই আমাদের লক্ষ্য।
এদিকে দলের একটি সূত্র এই ব্যর্থতার জন্য কোচ ক্রুসিয়ানীর দিকেই তীর ছুঁড়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভ’ঁইয়াকেও ঠিক মতো খেলাননি তিনি।


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল