০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

শঙ্কার জায়গা থেকেই যাচ্ছে

-

যারা আগের দিন রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন তারাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে কম বিতর্কিত বিশ্বকাপ স্কোয়াড বলা যায়। অবশ্য শক্তিমত্তা নিয়ে খটকা থেকেই যাচ্ছে।
বড় দুশ্চিন্তা ব্যাটিং
বিশ্বকাপে বাংলাদেশের ইনিংস শুরু করবেন তানজিদ তামিম তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু তিনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জাতীয় দলের হয়ে শুধু জিম্বাবুয়ে সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে। ফলে তার ওপর আলাদা একটা চাপ থাকাটা স্বাভাবিক। চাপটা আরো বাড়বে কারণ তার সঙ্গীদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। অর্থাৎ অফফর্ম। লিটন দাস ও সৌম্য সরকারের অধারাবাহিকতা তানজিদের ওপর অতিরিক্ত চাপ থাকায় তার সহজাত খেলা নষ্ট হতে পারে। কিন্তু নির্বাচকদের হাতে এর চেয়ে ভালো বিকল্প ছিলই না। এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজে রান করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশ্ন উঠেছে তার স্ট্রাইক রেট নিয়েও। বিশ্বমঞ্চে তিনি ফর্মে না ফিরলে আরো বেশি করে ভুগবে টাইগাররা। অধিনায়ক হিসেবে রান করতে না পারলে অটোমেটিক চাপটা বাড়বে।
অফফর্মে সাকিব
মিডল অর্ডারে সাকিব আল হাসানের ফর্মও চিন্তার কারণ হতে পারে। ডিপিএলে মিশ্র অভিজ্ঞতার পর জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০তে ফিরেছেন সাকিব। সময়তো মোমেন্টাম খুঁজে না পেলে বিপদে পড়বে টাইগাররা। মিডল অর্ডারে অবশ্য তৌহিদ হৃদয়ের ফর্ম আশা দেখাচ্ছে বাংলাদেশকে। নতুনরূপে মাহমুদুল্লাহ রিয়াদও আছেন ফর্মে। জাকের আলী অনিকও দেখাচ্ছেন সম্ভাবনা। সে হিসেবে মিডল অর্ডারই এই মুহূর্তে টাইগারদের সবচেয়ে নির্ভরতার জায়গা।
তাসকিনকে নিয়ে শঙ্কা
চারজন পেসার ও তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে গেল বাংলাদেশ। পেসারদের মধ্যে সেরা ফর্মে থাকা তাসকিন পড়েছেন চোটে। নির্ধারিত সময়ের মধ্যে তার সেরে ওঠা নিয়ে আছে সন্দেহ। শেষ পর্যন্ত যদি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন তবে বড় ধাক্কা খাবে বাংলাদেশ।
সে ক্ষেত্রে অবশ্য স্ট্যান্ডবাই তালিকায় থাকা হাসান মাহমুদকে দলে নিতে পারে টাইগাররা। তাসকিন ছাড়াও আইপিএলে দারুণ পারফর্ম করে আসা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তরুণ তানজিম সাকিবকে নিয়ে পেস আক্রমণ সম্ভাবনাময় হলেও ডেথ ওভারে শঙ্কা থেকেই যাচ্ছে।
স্পিন আক্রমণ
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পাবেন। নিঃসন্দেহে সাকিব সে ক্ষেত্রে দলের বড় সম্পদ হতে যাচ্ছে। বাকি স্পিনারদের মধ্যে শেখ মাহেদী ও রিশাদ হাসানকেই একাদশে দেখা রাখার সম্ভাবনা বেশি। দু’জনই ক্যারিবিয়ানে কার্যকরী হতে পারেন। সেই সাথে বোনাস হিসেবে তাদের ব্যাটিং তো আছেই। তবে স্পিনাররা যুক্তরাষ্ট্রে পরীক্ষা দিতে হবে।


আরো সংবাদ



premium cement
হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে তিন জেলা জজকে বদলি ‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু

সকল