০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নাসরিনকে রুখে দিলো আতাউর স্পোর্টিং

-

শিরোপা জয়ের জন্যই দল গড়া নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির। এই মিশনে এত দিলো ভালোভাবেই এগোচ্ছিল তারা। তবে গতকাল তাদের রুখে দিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভুঁইয়া মানিক কলেক স্পোর্টিং ক্লাব। সে সাথে প্রথম ম্যাচে হারা আতাউর কলেজ স্পোটির্ং এখনো আশায় আছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে সৌরভী আকন্দ প্রীতির জোড়া গোলেই ২-২ গোলে ড্র করতে বাধ্য হয় নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। ফলে শিরোপা জয়ের পথে থাকতে ২০ মে আর্মি স্পোর্টসের বিপক্ষে জিততে হবে নাসরিন অ্যাকাডেমিকে। কাল ১ ও ৮৫ মিনিটে গোল করেন প্রীতি। নাসরিন অ্যাকাডেমির কৃষ্ণা ৫ মিনিটে এবং সাবিনা ২১ মিনিটে গোল করেন।


আরো সংবাদ



premium cement