১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রত্যাশা কমের সুযোগ নেই : পাপন

-

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও অনেকটা শান্তর সুরে কথা বলেছেন। তারা বলেছেন, দলের প্রতি উচ্চাশা বা বেশি প্রত্যাশা না করতে। সাধ্য অনুযায়ি চেষ্টা করবেন তারা। গতকাল নাজমুল হাসান পাপন বললেন প্রায় উল্টোভাবে। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগ নেই। তবে পাপনের কাছে জয়-পরাজয়ের বাইরে ভালো ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। বোর্ড সভাপতি জানান, ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ জিতবে এমন আস্থা আছে তার।
পাপন বলেন, ‘প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নেই। আমি যে জিনিসটা বলছি ওরা যেন ভালো খেলে। আমি হারা-জেতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট, সবাই খুশি।’
গত কয়েক বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি আরো বলেন, ‘গত ওয়ানডে বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা বিশ্বকাপই আমরা মোটামুটি আমরা ভালো খেলেছি। গত ওয়ানডে বিশ্বকাপ আসলেই খুব খারাপ খেলেছি। ওরা যাতে খারাপ না খেলে ভালোটা খেলে। ভালো খেললে ওরা জিতবে এটুকু আস্থা আছে। আসলে কোন ম্যাচ কে জিতবে তা-ও আবার টি-২০তে, এটা বলা খুব কঠিন।’
প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই ক্রিকেটারদের মধ্যে দারুণ সম্ভাবনা দেখেন পাপন। বোর্ড সভাপতির বিশ্বাস, ‘আমাদের যে ক’জন নতুন খেলোয়াড় আছে তারা খুবই সম্ভাবনাময়ী। ভালো না খেললে এই অবস্থায় আসতে পারতো না। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কি না সেটা বড় কথা।’
অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সব টি-২০ বিশ্বকাপেই খেলেছেন সাকিব। এ দিকে সাকিবের চেয়ে কম খেললেও অভিজ্ঞতা আছে এক দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার। পাপন মনে করেন, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলের জন্যই হুমকি হতে পারেন।
পাপন যোগ করেন, ‘আমাদের এখানে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিবের মতো একেবারে অভিজ্ঞ ক্রিকেটার আছে। ওদের সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। প্রত্যেক দিন করতে পারবে কি না সেটাও জানি না; কিন্তু যদি করতে পারে ওরা যে কারও জন্য হুমকি হতে পারে, যেকোন দলকে হারাতে পারে।’


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল