১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাকিব-রিয়াদকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

-

আসন্ন টি-২০ বিশ্বকাপে সাফল্য অর্জনের মাধ্যমে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়কে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ার ইতি টানার দ্বারপ্রান্তে থাকায় আসন্ন টি-২০ বিশ্বকাপই সাকিব-মাহমুদুল্লাহর জন্য আইসিসির শেষ মেগা ইভেন্ট বলে ধারনা করা হচ্ছে।
শান্ত বলেন, ‘আমি নিশ্চিত নই, তবে ধারণা করা হচ্ছে এটা সাকিব ও মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ কি না। দীর্ঘ দিন ধরে দেশকে প্রতিনিধত্ব করছেন তারা। এ জন্য আমরা তরুণ খেলোয়াড়রা তাদের ভালো কিছু উপহার দিতে চাই। এটা অবশ্যই তরুণ খেলোয়াড়দের গুরু দায়িত্ব।’
আগামী মাসে বিশ্বকাপ যখন শুরু হবে তখন সাকিবের বয়স হবে ৩৭ এবং মাহমুদুল্লাহর ৩৮। সাকিব ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেয়া ছাড়া তাদের কাছ থেকে বেশি কিছু চান না শান্ত। তিনি জানান, প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে দু’জনের অভিজ্ঞতা এবারের টি-২০ বিশ্বকাপে খুবই মূল্যবান হবে।
শান্ত বলেন, ‘আমরা তাদের কাছ থেকে বেশি কিছু চাই না। তারা যদি নিজেদের দায়িত্ব অনুযায়ী পারফর্ম করে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অন্য সবার উন্নতিকল্পে তারা নিজেদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেবে- এটাই আমরা চাই। আমরাও স্মরণীয় করে রাখতে চাই তাদের শেষ (অনুমেয়) বিশ্বকাপ।’


আরো সংবাদ



premium cement