১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেপাল যাচ্ছে না মহিলা কাবাডি দল

-

এ মাসেই নেপাল সফল করার কথা ছিল বাংলাদেশ মহিলা কাবাডি দলের। সে জন্য অভিজ্ঞ কোচ আবদুল জলিলকে দায়িত্ব দিয়ে ক্যাম্পও চলেছিল লম্বা সময়। কিন্তু হঠাৎ বন্ধ মহিলা দলের ক্যাম্প। মহিলা দলের কোচ জলিলকে এখন পুরুষ কাবাডি দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে। পুরুষ কাবডি দল এখন ২৬ মে থেকে মিরপুর ইনাডোরে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ নেবে। কোচ জলিল অবশ্য কেন মহিলা দল নেপাল যাচ্ছে না এ বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না। শুধু বলেন, আমাকে বলা হয়েছে মহিলা দলের ক্যাম্প বন্ধ করে পুরুষ দলের দায়িত্ব নিতে। তাই আমি এখন পুরুষ কাবাডি দলের সাথে আছি।’ অবশ্য অন্য একটি সূত্র বলছে নেপালের টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা। তাই মহিলা দলের বিদেশ সফরটা হচ্ছে না।


আরো সংবাদ



premium cement