১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফের বসুন্ধরা-মোহামেডান ফাইনাল

-

হলো না ঢাকা আবাহনী ও মোহামেডানের স্বপ্নের ফাইনাল। বরং এবারের স্বাধীনতা কাপের সাথে মিল রেখে আরেকটি টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি মোহামেডান। ২২ মে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান লড়বে শিরোপা ধরে রাখার জন্য। আর বসুন্ধরার এই ট্রফি পুনরুদ্ধারের মিশন। গতকাল গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিতে আবাহনীকে ৩-০ গোলে উড়িয়েই ট্রেবল জয়ের পথে আর এক কদম দূরে অস্কার ব্রুজনের দল। এই ফাইনাল ২১ তারিখে হওয়ার কথা থাকলেও নির্বাচনের জন্য তা এক দিন পিছিয়ে দেয়া হয়েছে। পরাজয়ে আবাহনীকে এই মৌসুমেও ট্রফি ছাড়াই থাকতে হচ্ছে। স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপের ফাইনালে খেলা হলো না আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। লিগে এখন আবাহনীর রানার্সআপ হওয়ার লড়াই।
৭ মিনিটে আবাহনী এগিয়ে যেতে পারত। কিন্তু ওয়াশিংটনের ক্রসে গোলকিপারকে একা পেয়েও কার্নেলিয়াস স্টুয়ার্ট বল মারেন বাইরে। ২২ মিনিটে মিগুয়েল ফিগেইরোর থ্রু পাস রাকিবের পা ঘুরে রবসন রবিনহোর কাছে গেলে দুরূহ অবস্থা থেকে দারুণ গোল করেন এই ব্রাজিলিয়ান। ৭১ মিনিটে দ্বিতীয় গোল বসুন্ধরার। রাকিবের ক্রসে ডরিয়েলটন হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ের শেষ মিনিটে তৃতীয় গোল করেন ইব্রাহিম।


আরো সংবাদ



premium cement