১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চ্যাম্পিয়ন্স লিগের পথে অ্যাস্টন ভিলা

-

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে ম্যাচ শুরুর তিন মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সেই ধাক্কা ম্যাচের ১২ মিনিটেই ইয়োরি টাইলম্যানসের গোলে সামলে নেয় অ্যাস্টনভিলা। কোডি গাপকো ম্যাচের ২৩ মিনিটে আবার এগিয়ে নেন অল রেডদের। জারেল এমোরিন কোয়ানসার ৪৮ মিনিটে ৩-১-এ এগিয়ে নেয় লিভারপুলকে। এরপর ম্যাচটি ৩-৩ এ ড্র। এতে চ্যাম্পিয়ন্স লিগের খেলা উজ্জ্বল হয়েছে অ্যাস্টন ভিলার।


আরো সংবাদ



premium cement