যেভাবে হবে এবারের বিশ্বকাপ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ মে ২০২৪, ০১:১১
যতই দিন ঘনিয়ে আসছে ততই জোরেশোরে বাজতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের দামামা। আগামী জুন মাসের ২ তারিখ থেকেই মাঠে গড়াবে খেলা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই। কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্নরূপে। অন্যান্য বার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করলেও এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল। আর দল বেশি হওয়ায় সমীকরণটাও কিছুটা ভিন্ন। আসরের যৌথ আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে থাকবে যুক্তরাষ্ট্র। খেলা হবে মোট ৯টি ভেনুতে। যার মধ্যে থাকছে ওয়েস্ট ইন্ডিজে ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটি।
দলগুলোকে ভাগ করা হবে চার গ্রুপে। যার মধ্যে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দু’টি দল নিয়ে হবে সুপার এইট। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনালসহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে উন্নীত হবে। এই পর্বে উন্নীত দলগুলোকে নিয়ে আবারো গ্রুপ হবে। প্রতি গ্রুপে চারটি দল নিয়ে তৈরি দু’টি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রথম পর্বে যে চারটি গ্রুপে দলগুলো বিভক্ত করা হয়েছে, তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ বি-তে রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। এছাড়া গ্রুপ সি-তে রয়েছে- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং সর্বশেষ ও গ্রুপ ডি-তে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা