১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জোকোভিচকে হারিয়ে অবিশ্বাসের ঘোরে তাবিলো

-

ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বড় চমক দেখিয়েছেন আলেজান্দ্রো তাবিলো। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলোয় উঠে দারুণ উচ্ছ্বসিত চিলির এই খেলোয়াড়।
রোমে গত পরশু পুরুষ এককে রেকর্ড ২৪বারের গ্র্যান্ডসø্যাম জয়ী জোকোভিচকে ৬৭ মিনিটেই ৬-২ ও ৬-৩ গেমে উড়িয়ে দেন রথ্যাংকিংয়ে ৩২ নম্বরে থাকা তাবিলো। ক্যারিয়ারে এই প্রথম রথ্যাংকিংয়ে শীর্ষ দশের কাউকে হারালেন তিনি। এমন জয়ের পর যেন অবিশ্বাসের ঘোরে আছেন ২৬ বছর বয়সী তাবিলো। তাবিলো বলেন, ‘অবিশ্বাস্য, আমি স্রেফ স্নায়ু ধরে রাখার চেষ্টা করছিলাম। যখনই মনে হয় যে শেষের কাছাকাছি এসেছি, বাহু একটু শক্ত হয়ে যায়। এসব নিয়ে না ভাবার ও পয়েন্ট বাই পয়েন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম শুধু। পাগলাটে ব্যাপার। বিশ্বাস করতে পারছি না কী ঘটেছে।’

 


আরো সংবাদ



premium cement