০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আয়ারল্যান্ড-পাকিস্তানের আজ সিরিজ নির্ধারণী ম্যাচ

-

ডাবলিনে গত পরশু দ্বিতীয় টি-২০তে আয়ারল্যান্ডকে সাত উইকেটে উড়িয়ে দিলো পাকিস্তান। আগে ব্যাটিং করে সাত উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে আইরিশরা। ২০০ কাছাকাছি লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারে দুই ব্যাটারকে হারায় পাকিস্তান। খানিকটা চাপের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (৭৫) ও ফখর জামান (৭৮) যেন সব দুর্ভাবনা উড়িয়ে দিলেন। তাদের ব্যাটে রেকর্ড জুটিতে স্বাগতিকদের উড়িয়ে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা ফিরল বাবর আজমের দল। এই দুই ব্যাটারের জুটিতে আসে ৭৮ বলে ১৪০ রান। ১৬.৫ ওভারেই ১৯৫ রান তুলে তিন উইকেট হারিয়ে সফরকারীরা। আর এই সংস্করণে তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি পাকিস্তানের। আগের রেকর্ডটি ছিল ২০২১ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দার আলি ও রিজওয়ানের ১০৫ রানের জুটি।


আরো সংবাদ



premium cement