এটা শুধু মায়ের জন্য : বেনেট
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে জিম্বাবুয়েকে ভুগিয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। সিরিজের শেষে ম্যাচে এসে অবশ্য বদলে গেছে চিত্র। বেশির ভাগ ম্যাচে পঞ্চাশের আগে ৪ কিংবা ৫ উইকেট হারালেও পঞ্চম টি-২০তে জিম্বাবুয়ে পঞ্চাশ পেরিয়েছে মাত্র এক উইকেট হারিয়ে। এমন ভালো শুরুর পর বাংলাদেশকে হারানোর সুযোগটা লুফে নিতে ভুলেনি সফরকারীরা। সিকান্দার রাজাকে সাথে নিয়ে জিম্বাবুয়েকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রায়ান বেনেট।
রান রেটের সাথে পাল্লা দিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেছে ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারের প্রথম টি-২০ হাফ সেঞ্চুরি পাওয়ার দিনে খেলেছেন ৪৯ বলে ৭০ রানের ইনিংস। মা দিবসে বাংলাদেশকে হারিয়ে দেয়া ইনিংসে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। বাংলাদেশকে হারানো ইনিংস মাকে উৎসর্গ করেছেন জিম্বাবুয়ের এই ব্যাটার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেনেট বলেন, ‘আমি আজকে পারফরম্যান্স করতে পেরে দারুণ খুশি। আজকে মা দিবস। এটা শুধু মায়ের জন্য। আমি আজকের দিনে পারফর্ম করতে পেরে আনন্দিত।’
ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই টি-২০তে সেভাবে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। পরের দুই ম্যাচে অবশ্য জয়ের সুযোগ ছিল সফরকারীদের। তবে শেষ দিকে সমীকরণ মেলাতে না পেরে এক ম্যাচে ৯ এবং আরেক ম্যাচে ৫ রানে হার। শেষ টি-২০তে অবশ্য মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দেড় শ’ পেরোনো লক্ষ্য। ছন্দে ফিরতে সময় লাগলেও শেষ ম্যাচ জিতে খুশি জিম্বাবুয়ে।
বেনেট বলেন, ‘হ্যাঁ, অবশ্যই খুবই হতাশ আমাদের চার-পাঁচ ম্যাচ লেগেছে ছন্দে ফিরতে। কিন্তু আমরা সেরাটা দিয়েছি। সব কৃতিত্ব ব্যাটারদের দিতে হবে। তারা পুরো সিরিজে দারুণ করেছে। আমাদের ছেলেরা পাওয়ার প্লেতে দারুণ খেলেছে। শেষ ম্যাচে জিততে পেরে ভালো লাগছে। আমরা জানি আমরা কী করতে পারি। আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
ব্যাটিংয়ের সাথে অফ স্পিন বোলিংটাও করতে পারেন বেনেট। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে বোলিং করে নিয়েছেন চার উইকেট। গতকালও ২০ রানে ২ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ টি-২০ খেলা বেনেট সামনে বোলিংয়ে আরো উন্নতি করতে চান।
তিনি বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় এখনকার দিনে একটু ভালো খেললেই নাম চলে আসে। বোলিং নিয়ে আমি খানিকটা কাজ করছি। আশা করি আমার ক্যারিয়ার যত এগোবে আমার বোলিং তত ভালো হবে। এটা এমন একটা জিনিস যা আমি সত্যিই ভালো করতে চাই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা