১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তুর্কি জিএমকে রুখে দিলেন ফাহাদ

-

দুবাইয়ে পুলিশ গ্লোবাল দাবায় এবার গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপের সাথে ড্র করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। অসাধারণ পারফরম্যান্সে গত পরশু ষষ্ঠ রাউন্ডের খেলায় তিনি রুখে দিয়েছেন তুরস্কের গ্র্যান্ডমাস্টারকে। এরআগে তিনি চিন ও যুক্তরাষ্ট্রের দুই জিএমের সাথে ড্র করেছিলেন। গতকালই তার খেলা ছিল ভারতের গ্র্যান্ডমাস্টার সুব্রাবিনিয়ামের সাথে। ফাহাদের সাত রাউন্ডের মধ্যে পাঁচজন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হতে হচ্ছে। তিনজনের সাথে ড্র ও একজনের বিপক্ষে হেরেছেন তিনি। ছয় রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে তিন ও পারফরম্যান্স রেটিং ২৬০২। বাকি তিন রাউন্ডে এই রেটিং বজায় রাখতে পারলে আরেকটি জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে।


আরো সংবাদ



premium cement