০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নাটকীয় জয়ে ফাইনালে রিয়াল

গোলের আনন্দে ছুটছেন রিয়াল মাদ্রিদের জোসেলুর। মাটিতে পড়ে থাকা গোলরক্ষক ন্যূয়ারের ভুলেই এই গোল : ইন্টারনেট -

রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলফানসু ডেভিসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এই এগিয়ে থাকা বাভারিয়ানদের। ওয়েম্বলিতে ১ জুন বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে ফাইনালে জায়গা করে নেয়ার অপেক্ষা ছিল আর মাত্র কয়েক মিনিট। অনেকেরই বদ্ধমূল ধারণা হয়েছিল, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি আসরে। কিন্তু প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ। শেষ বলে কিছুই নেই। হয়েছেও তাই, তিন মিনিটে দুই গোল। প্রথম লেগে আলিয়াঞ্জ এরিনায় ২-২ গোলে ড্র’র পর দ্বিতীয় লেগে বার্নাব্যুতে ২-১-এ জয় লস ব্লাঙ্কোসদের। দুই লেগ মিলে ৪-৩ এগ্রিগেটে ওয়েম্বলিতে ফাইনাল ডর্টমুন্ডের সঙ্গী হলো কার্লো অ্যানচেলোত্তির দল।
সান্তিয়াগো বার্নাবুতে গত পরশু পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলশূন্য ড্র হলেও একচেটিয়া আধিপত্য ছিল স্বাগতিকদের। বিরতির পরও শুরু হতেই আবার আক্রমণে রিয়াল। এরই মাঝে ম্যাচের ৬৮ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে দেয় জার্মান দলটি। পাল্টা আক্রমণে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডেভিস। আন্টোনিও রুডিগার ও কারভাহালের মধ্যে দিয়ে জোরাল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ফরোয়ার্ড। ইউরোপ সেরার মঞ্চে এটাই ডেভিসের প্রথম গোল।
পিছিয়ে পড়ার পরপরই রিয়াল কোচ এক সাথে টনি ক্রুসের বদলি লুকা মডরিচ ও চুয়ামেনির জায়গায় নামান কামাভিঙ্গাকে। অল্পক্ষণের মধ্যে কর্নারের ফলে জালে বল পাঠিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছিল রিয়াল। কিন্তু বল জালে জড়ানোর আগে নাচো ফার্নান্দেস মুখে ধরে জসুয়া কিমিখকে ফেলে দেয়ায় ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি। ৮১ মিনিটে ভালভার্দের বদলি মাঠে আসেন জোসেলু। নির্ধারিত সময় শেষ হতে যখন বাকি দুই মিনিট, তখনই অবিশ্বাস্য ভুল করেন বায়ার্ন গোলরক্ষক ন্যূয়ার। ভিনিসিয়াসের সোজাসুজি দুর্বল শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান তিনি, আর ছুটে এসে আলগা বল জালে জড়িয়ে দেন জোসেলু। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে জয়ের আনন্দে ভাসান মৌসুমের শুরুতে এস্পানিওল থেকে ধারে বার্নাব্যুয়ে পাড়ি জমানো জোসেলু। বাঁ দিক থেকে রুডিগারের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল দারুণ এক টোকায় জালে পাঠান স্প্যানিশ এই স্ট্রাইকার। ফাইনালে ওঠার আনন্দে উল্লাসে ফেটে পড়ে পুরো বার্নাব্যু।
যোগ করা সময়ে ১৩ মিনিটে বায়ার্নের ম্যাথিয়াস ডি লিখট গোল করলেও তা অফসাইডে বাতিল হয়। রেফারি ভারের সাহায্য না নিয়ে গোল বাতিলের বাঁশি বাজানোয় বিতর্ক সৃষ্টি হয়। যদিও রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল। এরপরও ক্ষুব্ধ বায়ার্নের খেলোয়াড়রা। ম্যাচ শেষেও রেফারি সাইমন মার্চিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন কোচ টমাস টুখেল।
চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১ জুন ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত সরবরাহ বাড়লেও কাটেনি গ্যাসসঙ্কট মনের সংস্কার ছাড়া কোনো সংস্কারে কাজ হবে না যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলের বর্বরতা সম্মেলনে অংশ নিতে কাবা শরীফের সাবেক ইমাম বুখারি আসছেন দরপত্রে শর্ত দিয়ে কাজ বাগিয়ে শর্ত বিলোপ সরকারের ক্ষতি ১২৫ কোটি টাকা টঙ্গীতে কলেজছাত্রী, জকিগঞ্জে বৃদ্ধ নিহত বাংলাদেশে বিনিয়োগের জন্য ইউকের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান নদী দূষণরোধে এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

সকল