জামালকে ক্ষতিপূরণ দিচ্ছে আর্জেন্টিনার ক্লাব
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ মে ২০২৪, ০০:০৫
প্রথম বাংলাদেশী হিসেবে আর্জেন্টিনার লিগের ক্লাব সোল দে মায়োতে খেলতে যান জামাল ভূঁইয়া। কিন্তু তৃতীয় বিভাগের এই ক্লাব তাকে পারিশ্রমিক দেয়নি। এতে ক্ষুব্ধ বাংলাদেশ অধিনায়ক ফিফায় অভিযোগ করে। ফিফা তার অভিযোগের সত্যতা খুঁজে পায়। ফলে আর্জেন্টিনার ক্লাবকে নির্দেশ দেয় জামালকে এক লাখ ৬২ হাজার ৯৮০ ডলার দিতে, যা এক কোটি ৯০ লাখ ২৯৮০ টাকা। এই অর্থ জামালের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। এতে আছে জামালের মাসিক ১২ হাজার ডলার করে সাত মাসের বেতন এবং ফিফা আইন ভঙ্গ করার জরিমানা। ৪৫ দিনের মধ্যে এই অর্থ দিতে হবে। অবশ্য ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ১০ দিনের সময় পাচ্ছে আর্জেন্টিনার ক্লাবটি। জামাল বর্তমানে ঢাকা আবাহনীকে আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা