দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ-সৌম্য
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ মে ২০২৪, ০০:০৫
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দু’টি টি-২০ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
প্রায় দশ মাস পর অর্থাৎ টি-২০ বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে জাতীয় দলে ফিরেছেন সাকিব। ইনজুরির কারণে মাসখানেক মাঠের বাইরে ছিলেন সৌম্য। টি-২০ বিশ্বকাপের আগমুহূর্তে জাতীয় দলে জায়গা করে নিলেন তিনিও। এ ছাড়া মোস্তাফিজ সম্প্রতি আইপিএল খেলে এসেছেন। তার দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। জিম্বাবুয়ে সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলার কারণেই আইপিএল থেকে গত ২ মে উড়িয়ে আনা হয়েছে বাঁহাতি এই পেসারকে। মোস্তাফিজের আইপিএল খেলা না খেলা নিয়েও হয়েছে যথেষ্ট পর্যালোচনা। কেউ তার খেলার পক্ষে মত দিয়েছেন, কেউ মানা করেছেন। অনেকই বলেছেন, মোস্তাফিজের জিম্বাবুয়ে ম্যাচে খেলা না খেলায় কোনো পার্থক্য হবে না। বরং আইপিএল খেললে অভিজ্ঞতা বাড়বে, যা বিশ্বকাপে কাজে লাগবে। কেউ বলেছেন, জাতীয় দলের হয়ে দেশকে দেয়ার অনেক কিছু আছে।
এ দিকে স্কোয়াডে এই ক্রিকেটারদের জায়গা করে দিতে তিনজনের নাম কাটা পড়েছে বাংলাদেশের স্কোয়াড থেকে। প্রথম তিন ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কোনো ম্যাচই না খেলা দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। এ ছাড়া বিশ্রামে রাখা হয়েছে শরিফুল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকলেও তিন ম্যাচেই খেলার সুযোগ হয়নি পারভেজ হোসেন ইমনের। শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ওপেনিং ব্যাটার। বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন দল থেকে বাদ পড়লেও টি-২০ সেটআপের সাথেই থাকবেন ইমন। এই উইকেটরক্ষক ব্যাটারের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। তিনি বেশ কিছুদিন ধরেই চোটে ছিলেন। ম্যাচ খেলার মতো ফিট হওয়ায় আবার তাকে দলে ফেরানো হয়েছে।
ইমনের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে জাতীয় দলের নির্বাচক রাজ্জাক বলেন, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তন করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে সে আমাদের টি-২০ সিস্টেমের মধ্যেই আছে।’
শেষ দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার মধ্যে থাকায় তাকে শেষ দুই ম্যাচে রাখা হয়নি। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। রাজ্জাক বলেন, ‘শরিফুলকে মূলত বিশ্রাম দেয়া হয়েছে পরিবারকে সময় দেয়ার জন্য এবং আপনারা সবাই জানেন, মোস্তাফিজকেও আমরা একই কাজ করেছি। যখন ও ভারত থেকে এসেছে। ওর সাথে কথা বলেই হয়েছে, পরিবারকে সময় দেয়ার দরকার আছে।’
জাতীয় দলের এই নির্বাচক আরো বলেন, ‘শরিফুল ও মোস্তাফিজের পরিবর্তনটা হচ্ছে, শরিফুল অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলছে, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে। ওকে একটা বিরতি দেয়া হয়েছে। যাতে পরিবারকে সময় দিতে পারে। নিজেও একটু বিশ্রাম পায়। শরীরটাকে রিচার্জ করে ফিরতে পারে।’
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান , তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা