প্লে-অফ খেলার জন্য দুই ক্লাবকে চিঠি
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ মে ২০২৪, ০০:০৫
প্রিমিয়ার হকি লিগে শিরোপা নিষ্পত্তি হয়নি। আবাহনী লিমিটেড ও মেরিনার ইয়াংস সমান পয়েন্ট নিয়ে সহাবস্থানে। লিগের শেষ ম্যাচের ১৭ দিন পর হকি ফেডারেশন দুই ক্লাবকে নতুন করে চিঠি দিয়েছে। ১০-১৩ মের মধ্যে প্লে অফ ম্যাচ আয়োজন করতে চাইছে ফেডারেশন। দুই ক্লাবের কাছে এই চার দিনের যেকোনো একটি দিন বেছে নিয়ে নির্দিষ্ট সময় জানাতে বলেছে ফেডারেশন। অনুশীলনের প্রস্তুতিসহ নানা বিষয় বিবেচনা করে সপ্তাহখানেক সময় দিয়েছে দুই ক্লাবকে।
আবাহনী ও মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট। বাইলজ অনুযায়ী শীর্ষ পয়েন্টধারী দল দু’টি হলে শিরোপা নিষ্পত্তি হবে প্লে অফে। ১৯ এপ্রিল লিগের শেষ ম্যাচ হওয়ার পরই দুই দলের কয়েকজন খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে ভারতে খেলতে গিয়েছিলেন। উভয় দলই ২১ এপ্রিল প্লে অফ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এখন নতুন করে সময়ক্ষণ জানতে চাওয়া হয়েছে। তবে দুই ক্লাব যদি শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে শিরোপার বিষয়টি নির্বাহী কমিটির সভা উঠবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা