উগান্ডা বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী স্পিনার
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ মে ২০২৪, ০০:২৬
৪৩ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাকে নিয়ে আগামী টি-২০ বিশ^কাপের জন্য দল ঘোষণা করেছে উগান্ডা। একাদশে সুযোগ পেলে আসন্ন বিশ^কাপে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন এনসুবুগা। তারপরই আছেন ৪১ বছর বয়সী ওমানের মোহাম্মদ নাদিম এবং নাসিম খুশির। বিশ^কাপে উগান্ডাকে নেতৃত্ব দিবেন ব্রায়ান মাসাবা। তার ডেপুটি হিসেবে থাকবেন রিয়াজাত আলী শাহ। জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে বাছাইপর্বে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা এবং নামিবিয়া।
অভিনব কায়দায় দল ঘোষাণা করে উগান্ডা। তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মোটরবাইকে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যেখানেই হাজির হচ্ছেন, সেখানেই একটি করে কার্ড দেয়া হচ্ছে। কার্ড উল্টালেই দেখা মিলছে বিশ্বকাপে সুযোগ পাওয়া সৌভাগ্যবান ক্রিকেটারের ছবি। এভাবেই ১৫টি জায়গায় গিয়ে ওই ব্যক্তি ১৫টি কার্ড সংগ্রহ করেন। এই ১৫ জন নিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপে যাত্রা করবে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া উগান্ডা। এমন অভিনব কায়দায় দল ঘোষণা প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা