১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই লিগে হ্যাটট্রিক রোনালদো-সুয়ারেজের

-

দুর্দান্ত প্রতাপে ছুটে চলেছেন ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে ঘরের মাঠে গত পরশু আল ওয়েহদাকে ৬-০ গোলে পরাজয়ের ম্যাচে আল নাসথরের হয়ে হ্যাটট্রিক করেছেন সিআর সেভেন। গত সাত ম্যাচের মধ্যে এটি তৃতীয় হ্যাটট্রিক পর্তুগিজ তারকার। আল নাসথরের হয়ে সব মিলিয়ে ছয়টি হ্যাটট্রিক। আর গোটা ক্যারিয়ারে ৬৬টি। লিগে ২৭ ম্যাচে ৩২ গোল করে রয়েছেন সবার ওপরে। সৌদি ক্লাবের এই মৌসুমে ৪১ গোল। আর ক্লাব ও জাতীয় দল মিলে চলতি মৌসুমে ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল।
এ দিকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি গড়েছেন পাঁচ অ্যাসিস্টের রেকর্ড। সাথে রয়েছে একটি গোলও। টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা নিউ ইয়র্ক রেড বুলসকে দ্বিতীয়ার্ধে ছয় গোলে ভাসিয়ে দিলো ইন্টার মিয়ামি। প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকা মিয়ামির সামনে চোখ রাঙাচ্ছিল আরেকটি পরাজয়। কারণ এই দলের কাছে বড় পরাজয়ের ঘটনা খুব বেশি দিন আগের নয়। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে উঠল মিয়ামি। মেসি-সুয়ারেজ নৈপুণ্যে ৬-২ গোলে গুড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক রেড বুলসকে। এ দিন সুয়ারেজ হ্যাটট্রিক উপহার দিলেও তাকে ছাপিয়ে নায়ক আরো একবার মেসি। দলের ছয়টি গোলেই তার অবদান। বাকি দুই গোল মাতিয়াস রোহাসের। এক গোল করেও সুয়ারেজ-রোহাসের পাঁচ গোলেই অবদান মেসির। যা কিনা এক ম্যাচে পাঁচ অ্যাসিস্টে মেজর লিগ সকারের রেকর্ড। সব মিলে চলতি লিগে ৮ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ১২ গোলে সহায়তাও রয়েছে বিশ্বকাপজয়ী তারকার। এই নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিয়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাতি।
সৌদি প্রো লিগে মৌসুমজুড়ে দারুণ ছন্দে এগিয়ে চলা রোনালদো জ্বলে উঠলেন আবার। ম্যাচ শুরুর ৫ মিনিটে প্রথম গোল সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। ৭ মিনিট পর হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ১৮ মিনিটে আল নাসরকে ৩-০তে এগিয়ে নেন ওতাভিও। প্রথমার্ধের শেষ মিনিটে ৪-০ ব্যবধানের নাসরকে এগিয়ে নেন সাদিও মানে। ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে দলের ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ আল-ফাতিল। এই জয়ে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৮৩ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে শীর্ষে আল হিলাল।


আরো সংবাদ



premium cement
আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

সকল