০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘লিটন পরিশ্রম করছেন এটাই গুরুত্বপূর্ণ’

-

ব্যাট হাতে একেবারেই ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে টানা দুই শূন্যের পর ওয়ানডে দল থেকেই বাদ পড়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। আউট হয়েছেন মাত্র ১ রান করে। ফর্মে ফেরার জন্য জিম্বাবুয়ে সিরিজটি লিটনের দারুণ সুযোগ। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন লিটন নিজেকে ফিরে পেতে অনেক পরিশ্রম করছেন। কিন্তু ম্যাচে সফল হতে পারছেন না। তারা আশায় আছেন দ্রুতই রানে ফিরবেন লিটন।
গণমাধ্যমের সাথে আলাপকালে হেম্প বলেন, ‘সে হয়তো রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরো ভালো হওয়ার চেষ্টা করছে। প্লেয়াররা কখনো রান করবে কখনো করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন লিটন। প্রাইম ব্যাংকের বিপক্ষে অপরাজিত ৫৬ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেলেছিলেন। এরপর অনেকেই হয়তো ভেবেছিলেন রানের ধারায় ফিরেছেন লিটন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এর প্রতিফলন দেখা যায়নি, ১ রানেই আউট। অনেকে মনে করছেন লিটনের সমস্যাটি মানসিক। যদিও হেম্প মনে করেন নতুন বলে খেলা যেকোনো ব্যাটারের জন্যই বেশ কঠিন। লিটনও এই সমস্যাতেই পড়ছেন। ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক হয়ে যায়, প্রথম ম্যাচে যা করেছে। নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করছে।’


আরো সংবাদ



premium cement
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সকল