১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাদার্সের প্রথম জয়

চট্টগ্রাম আবাহনী ১-১ মোহামেডান; শেখ জামাল ২-৩ ব্রাদার্স
-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার পর এক সিজন ফুটবলই খেলেনি ব্রাদার্স ইউনিয়ন। এরপর বিসিএল থেকে বড় আশা নিয়েই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে আসা। কিন্তু এই ফেরাটাও সুখকর হয়নি গোপীবাগের ক্লাবটির। টানা হারে এখন পর্যন্ত রেলিগেশন শঙ্কায়। ঢাকার প্রিমিয়ার লিগের সাবেক এই চ্যাম্পিয়ন দল অবশেষে পেল প্রথম জয়ের দেখা। গতকাল লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পাওয়া তাদের এই ৩-২ গোলের জয় আশা জাগিয়েছে টিকে থাকার। এ জন্য অবশ্য বাকি ছয় ম্যাচে ভালো করতে হবে। ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনো তলানীকে কমলা রঙের জার্সিধারীরা। শেখ জামালের পয়েন্ট ১৪ খেলায় ১৫। কাল অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে ১-১ গোলে ড্র করে শিরোপার রেস থেকে আরো পিছিয়ে পড়েছে মোহামেডান। তাদের পয়েন্ট ১৪ খেলায় ২৮। আজ ঢাকা আবাহনী জিতলে তাদের ধরে ফেলবে। আর চট্টগ্রাম আবাহনী এই পয়েন্ট পেয়ে ১৭ পয়েন্টে ৫ এ উঠে এসেছে।

গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি টাইমে এলিটা কিংসলে গোল করে এগিয়ে নেয় ব্রাদার্সকে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান হিগো লেইতে ম্যাচে সমতা আনেন। ৭৫ মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন উজবেকিস্তানের শাখজোদ সায়মানোভ। কিন্তু শেষ ৭ মিনিটের পাল্টা আক্রমণে প্রথম জয় তুলে নেয় গাম্বিয়ান কোচ ওমর সিসের দল।
৮৩ মিনিটে মহসিন আহমেদ গোল করে স্কোরলাইন ২-২ করেন। ৮৯ মিনিটে রাব্বি হোসেন রাহুল গোল করে দলকে প্রথমবারের মতো তিন পয়েন্ট এনে দেন।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ২৭ মিনিটে মোহামেডান প্রথম এগিয়ে যায় আরিফ হোসেনের গোলে। ৩৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ইফেগু ওজুকাওয়া ডেভিডের গোলে ম্যাচে সমতা আসে। টানা দুই ড্র করা মোহামেডান এ ম্যাচে ৩ হলুদ কার্ডের জন্য সাসপেন্ড থাকা সোলেমান দিয়াবাতেকে।


আরো সংবাদ



premium cement