ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ফোডেন
- ক্রীড়া ডেস্ক
- ০৪ মে ২০২৪, ০০:০০
চলতি মৌসুম এখনো শেষ হয়নি। তবে মৌসুমের শুরু থেকেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন ফিল ফোডেন। আর তাতেই মৌসুম শেষ হওয়ার আগেই সেরার স্বীকৃতি পেয়ে গেছেন ইংলিশ এই মিডফিল্ডার। ইংরেজি সংবাদপত্র ও এজেন্সিগুলোর সংবাদকর্মীদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)। ১৯৪৭ সাল থেকে এই সংগঠন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। যা দেশটির ঘরোয়া ফুটবলে সবচেয়ে পুরনো ও সম্মানজনক পুরস্কার।
২০২৩-২৪ মৌসুমে ছেলেদের বিভাগে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। মেয়েদের বিভাগেও বর্ষসেরা সিটিজেন মহিলা দলের ফরোয়ার্ড খাদিজা ‘বানি’ শ’র হাতে। ২০১৮ সাল থেকে মেয়েদের বিভাগে এই পুরস্কার দেয়া চালু করেছে এফডব্লিউএ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুরুষ ও মহিলা উভয় বিভাগেই এফডব্লিউএর বর্ষসেরার পুরস্কার উঠল সিটির ঘরে। ২০১৯ সালে তখনকার সিটির হয়ে খেলা ছেলেদের বিভাগে এই পুরস্কার জিতেছিলেন উইঙ্গার রাহিম স্টার্লিং। মেয়েদের বিভাগে জিতেছিলেন নিকিতা প্যারিস।
এফডব্লিউএর ৮০০-এর বেশি সদস্যের দেয়া ভোটের মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়েছেন ফোডেন। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের ক্যারিয়ারে এটাই সেরা মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন তিনি। এর পাশাপাশি গোল করিয়েছেন ১০টি।
বর্ষসেরা হয়ে ফোডেন বলেন, এই পুরস্কার আমার জন্য অনেক সম্মানের। খুব ভালো লাগছে। তবে সতীর্থদের ছাড়া এটি জিততে পারতাম না। সতীর্থদের ধন্যবাদ জানাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা