১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতকে হটিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

-

টেস্ট ক্রিকেট র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। দলের দারুণ ও ধারাবাহিক পারফরম্যান্সের আইসিসির বার্ষিক হালনাগাদে ভারতকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল প্যাট কামিন্সের দল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি গতকাল তিন সংস্করণে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১২০। গত বছরের মে মাসে দেয়া হালনাগাদে অস্ট্রেলিয়াকে সরিয়েই চূড়ায় উঠেছিল ভারত। পরের মাসেই তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হারিয়ে দেয় অসিরা। কামিন্সের দলের শীর্ষে ফেরার পথে ওই পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে।

টেস্ট র্যাংকিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ১০৫ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। পরের স্থানগুলোয় যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউজিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।
টেস্টে শীর্ষস্থান হারালেও সাদা বলের দুই সংস্করণে ওপরে ভারত। ওয়ানডেতে ১২২ রেটিং পয়েন্ট রোহিত শার্মার দলের। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১২। সেরা দশে পরের স্থানগুলোয় যথাক্রমে পাকিস্তান (১০৬), নিউজিল্যান্ড (১০১), ইংল্যান্ড (৯৫), শ্রীলঙ্কা (৯৩), বাংলাদেশ (৮৬), আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৯), আয়ারল্যান্ড (৫০) ও জিম্বাবুয়ে (৪৯)।
টি-২০-এর চূড়ায় ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত। দুইয়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড নেমে গেছে তিনে। ২৩১ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি

সকল