০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কানাডার নেতৃত্বে সাদ বিন জাফর

-

এবারই টি-২০ বিশ্বকাপে অভিষেক ঘটতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ কানাডার। যদিও দেশটি এর আগে ওয়ানডে বিশ্বকাপ খেলেছে। প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান সাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপরাষ্ট্রে হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা।এতে অলরাউন্ডার বিন জাফরকে অধিনায়ক করা হয়েছে। কানাডার বিশ্বকাপ স্কোয়াড : সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, রয়নভান মোহন।


আরো সংবাদ



premium cement