০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বৃষ্টি আইনে ২-০ তে এগিয়ে ভারত

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করা মুর্শিদা খাতুন : বিসিবি -

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-২০ও জিতে গেল ভারত। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে বাংলাদেশ পিছিয়ে গেল ২-০ ব্যবধানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারতের নারী ক্রিকেট দল ম্যাচ জিতেছে ডাক ওয়ার্থ লুইস আইনে। বাংলাদেশের দেয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৫.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলে। বৃষ্টি আইনে ভারত তখন ১৯ রানে এগিয়ে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ থাকে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বৃষ্টি না থামলে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। সিরিজ বাঁচাতে আগামি ২ মে তৃতীয় ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি। পেসার মারুফা আক্তারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দেন শেফালি ভার্মা। এরপর আর বাংলাদেশকে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। নির্বিষ বোলিংয়ে আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশকে হতাশায় ডোবান তিনে নামা দয়ালন হেমলতা। মাত্র ২৪ বলে ৪১ রান করেন তিনি। ৫ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। বৃষ্টি হানা দিতে পারে এমন চিন্তা হয়তো ছিল অতিথিদের। এজন্য ৫ ওভারে যতটা সম্ভব এগিয়ে থাকার পরিকল্পনা ছিল তাদের। সেই পরিকল্পনা কাজেও এসেছে। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ১৯ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতে যায় তারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন মুর্শিদা খাতুন। ৪৯ বলে ৫ বাউন্ডারিতে সাজান তার ইনিংস। এ ছাড়া রিতু মনি ২০, সোবহানা মোস্তারি ১৯ এবং দিলারা আক্তার ১০ রান করেন। আগের ম্যাচে ফিফটি পাওয়া জ্যোতির ব্যাট এ দিন হাসেনি। ১১ বলে ৬ রানে থেমে যায় তার ইনিংস। ব্যাটিং ব্যর্থতার দিনে সিঙ্গেল ডিজিটে ফিরেছেন পাঁচ ব্যাটসম্যান। ভারতের রাধা যাদব। ১৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাতিল। ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের ফল পাল্টে দেয়া দয়ালন হেমলতা হয়েছেন ম্যাচ সেরা।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া তুর্কি সামরিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যে পাল্টে যাচ্ছে সমীকরণ

সকল