দুইয়ের লড়াইয়ে এগিয়ে মোহামডোন
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ মে ২০২৪, ০০:০৫
বিকেএসপির এক মাঠে শিরোপা নিশ্চিত হওয়ার আনন্দে ভাসছে আবাহনী লিমিটেড। তখন পাশের আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্ল¬াবকে ৮ রানে হারিয়ে দুইয়ে থাকার লড়াইয়ে এগিয়ে গেছে মোহামেডান। শুরুতে ব্যাট করে ২৫৫ রানে অলআউট হয় মোহামেডান। ওই রান তাড়া করতে নেমে ২৪৭ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর।
টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের হয়ে এ দিন সর্বোচ্চ ৫৮ রান করেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এই ম্যাচ খেলতে আসা মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৫৬ রান।
রান তাড়ায় নেমে শাইনপুকুরের হয়েও হাফ সেঞ্চুরি মার্শাল আইয়ুব (৭০) ও অধিনায়ক আকবর আলী (৬১)। শেষ অবধি জয়ের জন্য যা যথেষ্ট হয়নি। মোহামেডানের হয়ে আবু হায়দার রনি চার উইকেট নেন। এই জয়ের পর ১৪ ম্যাচে ১১ জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে মোহামেডান। সমান ম্যাচে তিনে থাকা শাইনপুকুরের জয় ৯টি।
প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে (১৮১) ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। বিজয়ী দলের মুশফিক ৭৬ ও তামিম ৫৯ রান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা